ভক্তদের বুকের ধুকপুকানি কয়েকগুণ বাড়িয়ে Bajaj Pulsar NS200 ও NS160 দারুণ চমক নিয়ে হাজির
বাজাজ (Bajaj) তাদের Pulsar NS200 ও NS160 রোডস্টার মোটরসাইকেল দুটি আকর্ষণীয় লাল রঙের চাদরে মুড়িয়ে হাজির করার কথা ঘোষণা করল। এ বছর মার্চেই ডুয়েল চ্যানেল এবিএস এবং ইউএসডি ফ্রন্ট ফর্ক সহ লঞ্চ হয়েছিল বাইক দুটি। নতুন ভার্সনে লঞ্চের দু’মাসের মধ্যেই আবার একটি আপডেট দিল সংস্থা। তবে সেটি কালার অপশন হিসেবে। বাজারে এদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Apache RTR 200 4V ও Apache RTR 160 4V। লেটেস্ট শেডটি ইবনি ব্ল্যাক এবং পার্ল মেটালিক হোয়াইট কালার স্কিমের সঙ্গে উপলব্ধ হবে।
Bajaj Pulsar NS160 ও NS200 নতুন কালারে লঞ্চ হল
পূর্বে মোটরসাইকেল দুটির বেশিরভাগ পেরিমিটার ফ্রেম হোয়াইট কালারে করা ছিল। যেখানে এখন গান-মেটাল গ্রে করা হয়েছে। ট্যাঙ্ক শ্রাউডে আগে ১৬০ অথবা ২০০ ফেডেড হোয়াইট কালারে লেখা থাকতো। যেখানে এখন ফেডেড গ্রে কালারে লেখা দেখা যাবে। আবার হুইলের রেড পিন স্ট্রাইপিং বদলে গ্রে করা হয়েছে। হেডলাইট কাউলে লাল এবং হোয়াইট কালারের নতুন স্টিকার নজরে পড়বে। আবার ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে হোয়াইট স্টিকার দেওয়া হয়েছে।
আগে Bajaj Pulsar NS200 ও NS160-এর বডি প্যানেলে বেশি করে কালো, তারপর লাল এবং অল্প সাদা রং দেখা যেত। তবে আপডেটেড ভার্সনে বেশিরভাগ প্যানেল লাল এবং সাদা বর্ণে শোভিত করা হয়েছে। কালার আপডেট ছাড়া বাইক দুটির অন্যান্য বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। লেটেস্ট ভার্সনে ইউএসডি ফর্ক এবং নয়া ব্রেকিং সিস্টেম পারফরম্যান্সে চমক এনেছিল। আবার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে যোগ করা হয়েছিল গিয়ার পজিশন ইন্ডিকেটর।
Bajaj Pulsar NS160 ও NS200 : ইঞ্জিন
কারিগরি দিক থেকে Pulsar NS160 আগের মতোই একটি ১৬৪.৮২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ারকুল্ড ইঞ্জিনে ছুটবে। যা থেকে ১৫.৬৮ বিএইচপি শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে ফাইভ-স্পিড গিয়ারবক্স উপলব্ধ। অন্যদিকে NS200 আগের মতোই ১৯৯.৫ সিসি ইঞ্জিনে ছুটবে। যা থেকে ২৪.১৪ বিএইচপি শক্তি এবং ১৮.৭৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। তবে বর্তমান মডেলের হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটরের এলইডি সেটআপের অনুপস্থিতি হতাশ করবে।
Bajaj Pulsar NS160 ও NS200 : দাম
নয়া কালার অপশনে Pulsar NS160-এর বর্তমান বাজারমূল্য ১.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। যেখানে Pulsar NS200-এর দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। লাল রঙের মডেলটির পোশাকি নাম অবশ্য এখনও বাজাজের তরফে অফিশিয়ালি প্রকাশ করা হয়নি।