Bajaj Pulsar NS400: বড় খবর! 400 সিসির পালসার লঞ্চ হবে মার্চেই, ইঙ্গিত দিল বাজাজ

By :  SUMAN
Update: 2024-01-27 08:24 GMT

ভারতের অন্যতম বৃহত্তম বাইক নির্মাতা বাজাজ অটো (Bajaj Auto) এই বছর পালসার (Pulsar) রেঞ্জের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী মডেল লঞ্চ করবে বলে গত বছরই ঘোষণা করেছিল। বাইকটি Pulsar NS400 নামে হাজির হবে। আর এখন জানা গিয়েছে, আগামী মার্চের মধ্যে ভারতের বাজারে হাজির হতে পারে এটি। অর্থাৎ বর্তমান অর্থবর্ষ শেষ হওয়ার আগেই পালসার প্রেমীদের মুখে হাসি ফোটাতে চলেছে বাজাজ। একটি অটো পোর্টালের রিপোর্ট অনুযায়ী, বাজাজ তাদের ডিলারদের পালসার ৪০০ লঞ্চের জন্য প্রস্তুত থাকতে বলেছে।

Bajaj Pulsar NS400: ডিজাইন ও ইঞ্জিন

অনুমান করা হচ্ছে, আসন্ন Pulsar NS400-তে ব্যবহার করা হবে নতুন ৪০০ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই একই পাওয়ারট্রেন নতুন প্রজন্মের KTM 390 Duke ও Triumph Speed 400-তেও বর্তমান। তবে পালসার-এর ক্ষেত্রে টিউনিং ভিন্ন হতে পারে।

Pulsar NS400 স্ট্রিটফাইটার স্টাইলের সঙ্গে আসবে। এমনকি ডিজাইনের দিক থেকে Pulsar 250 সিরিজকে অনুসরণ করতে পারে মডেলটি। কিন্তু স্বাভাবিকভাবেই বডি প্যানেল আরো বেশি পেশীবহুল হবে। বাইকটির বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে এখনও অবশ্য কোন অফিসিয়াল বার্তা এসে পৌঁছায়নি।

Bajaj Pulsar NS400: দাম ও ডেলিভারি

আগামী মার্চে Bajaj Pulsar NS400 লঞ্চের পর এপ্রিল থেকে ডেলিভারি শুরু করতে পারে বাজাজ। এই স্ট্রিট ফাইটার মোটরসাইকেলটির দাম ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি ধার্য করা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে লঞ্চের পরই তা নির্দিষ্টভাবে বলা সম্ভব।

Tags:    

Similar News