Best Mileage Car: লিটারে চলে প্রায় 28 কিমি! সর্বোচ্চ মাইলেজ পাবেন এই গাড়িতে
ফিচার্স এবং সুরক্ষার বিষয়ে গুরুত্ব বাড়লেও আজও সিংহভাগ ভারতীয়রা চার চাকা কেনার ক্ষেত্রে বেশি মাইলেজ যুক্ত গাড়িকেই বিশেষ প্রাধান্য দেন। ভারতে কিছু কিছু এমন গাড়ি আছে, যেগুলি লিটারে প্রায় ২৫ কিলোমিটারের আশেপাশে মাইলেজ দেয়। আবার সেটা যদি ২৫ কিলোমিটার পার করে, তবে তো সোনায় সোহাগা! আজকের এই প্রতিবেদনে ভারতে সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী এমনই সেরা ছ’টি গাড়ির হদিশ রইল।
Maruti Grand Vitara/ Toyota Hyryder (মাইলেজ ২৭.৯৭ কিমি/লিটার)
Maruti Grand Vitara ও Toyota Hyryder গাড়ি দুটি একে অপরের রিব্যাজ ভার্সন। ২০ লাখের কম দামের সর্বাধিক মাইলেজ প্রদানকারী গাড়ির তালিকায় রয়েছে এগুলি। হাইব্রিড সেটআপ সমেত গাড়ি দুটি ১ লিটার জ্বালানিতে ২৭.৯৭ কিলোমিটার পথ চলতে সক্ষম। Hyryder-এর হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম ১৯.৬০ লাখ থেকে ২৩.৯২ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। যেখানে Grand Vitara কিনতে খরচ পড়ে ২১.৫১ লাখ থেকে ২৩.৯৮ লাখ টাকা (এক্স-শোরুম)।
Honda City eHEV (মাইলেজ ২৭.১৩ কিমি/লিটার)
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Honda City eHEV। হাইব্রিড প্রযুক্তির এই গাড়ির সর্বাধিক মাইলেজ ২৭.১৩ কিমি/লিটার বলে দাবি সংস্থার। এতে উপস্থিত দুটি মোটর। যার মধ্যে একটি ইন্টিগ্রেটেড স্টার্টার হিসেবে কাজ করে এবং অপরটি চাকায় শক্তি সঞ্চার ঘটাতে। এই গাড়ির বর্তমান মূল্য ২২.৬২ লাখ থেকে ২৪.৬৪ লাখ টাকা (এক্স-শোরুম)।
Maruti Celerio (মাইলেজ ২৬.৬৮ কিমি/লিটার)
বেশি মাইলেজ প্রদানকারী গাড়ির তালিকার অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Maruti Celerio। এক লিটার পেট্রোলে এই গাড়ির VXi AGS ভ্যারিয়েন্ট ২৬.৬৮ কিলোমিটার পথ চলতে সক্ষম। তাজ্জব করার বিষয়ে, কোনো রকম হাইব্রিড সিস্টেম ছাড়াই এই অভাবনীয় মাইলেজ দেয় গাড়িটি। এটি কিনতে এখন খরচ পড়বে ৬.৩২ লাখ থেকে ৮.৩১ লাখ টাকা (এক্স-শোরুম)।
Maruti Swift (মাইলেজ ২৫.৭৫ কিমি/লিটার)
Celerio-র পরবর্তী স্থান দখল করেছে Maruti Swift। সম্প্রতি নতুন ভার্সনে লঞ্চ হয়েছে গাড়িটি। যা ২৫.৭৫ কিমি/লিটার মাইলেজ প্রদানের প্রতিশ্রুতি দেয়। এটি নতুন ১.২ লিটার Z12E ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সমেত এসেছে। এই গাড়ির দাম ৭.৬৭ লাখ থেকে ১১.৩২ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।
Maruti WagonR (মাইলেজ ২৫.১৯ কিমি/লিটার)
সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী গাড়ির তালিকার সর্বশেষ মডেলটি হচ্ছে Maruti WagonR। এক লিটার জ্বালানিতে এই গাড়ি ২৫.১৯ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এখন এই গাড়ি কিনতে খরচ পড়ে ৬.৪৯ লাখ থেকে ৮.৬৪ লাখ টাকা (এক্স-শোরুম)।