Best Selling Scooter: দেশের সবথেকে জনপ্রিয় 5 স্কুটার, চার নম্বরটা চমকে দেবে!

By :  SUMAN
Update: 2024-06-25 09:06 GMT

ভারতে দ্রুতগতিতে মোটরসাইকেলের বাজারের বিস্তার ঘটছে। কিন্তু তা বলে যে স্কুটারের মার্কেট ডাউন, তেমনটি একেবারেই নয়। বাইকের তুলনায় কম হলেও জনপ্রিয়তার দিক থেকে ইদানিং ভারতের বাজারে স্কুটারের রমরমা নজরে পড়ছে। গিয়ারলেস হওয়ার কারণে বহু মানুষ এই জাতীয় টু হুইলার বেছে নিচ্ছেন। এগুলি চালানো যেমন সহজ, একই সাথে মহিলা ও পুরুষ উভয়ই চালাতে সক্ষম। চলুন গত মাস অর্থাৎ মে, ২০২৪-এ ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত স্কুটার কোনগুলি দেখে নেওয়া যাক।

Honda Activa

প্রতিবারের মতো গত মাসেও ভারতের স্কুটারের বাজারে নিজের আধিপত্য বজায় রেখেছে Honda Activa। মে, ২০২৪-এ এটির ২,১৬,৩৫২ ইউনিট বিক্রি হয়েছে। তবে আগের মাস অর্থাৎ এপ্রিলের তুলনায় চাহিদায় ১৬.৮৮% পতন ঘটেছে। স্কুটারটির বর্তমান মূল্য ৭৬,২৩৪ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

TVS Jupiter

সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে TVS Jupiter। আগের মাসে মোট ৭৫,৮৪৮ জন ক্রেতা মডেলটি বাড়ি নিয়ে এসেছেন। যেখানে এ বছর এপ্রিলে বিক্রি হয়েছিল ৭৭,০৮৬ ইউনিট। ফলে মে’তে চাহিদা কিছুটা কমেছে। Jupiter-এর বর্তমান দাম ৭৩,৩৪০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Suzuki Access 125

ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় স্কুটি Suzuki Access 125 তালিকার তিন নম্বরে ঠাঁই পেয়েছে। গত মাসে মোট ৬৪,৮১৩ জন নতুন গ্রাহকের ঠিকানায় পাড়ি দিয়েছে মডেলটি। যেখানে এপ্রিলে বিক্রি হয়েছিল ৭৭,০৮৬টি। এটি কিনতে খরচ পড়ে ৭৯,৮৯৯ টাকা (এক্স-শোরুম)।

Ola S1

ইলেকট্রিক স্কুটারের বাজারে সর্বাধিক বিক্রিত Ola S1 তালিকার চতুর্থ স্থান দখল করেছে। গত মাসে এটি মোট ৩৭,২২৫ জন গ্রাহকের গ্যারেজে জায়গা করে নিয়েছে। যদিও এপ্রিলে বিক্রিবাটা ছিল সামান্য কম, যা ৩৩,৯৬৩ ইউনিট। এই সিরিজের ইলেকট্রিক স্কুটারের দাম ৬৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

TVS Ntorq

তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় স্কুটার TVS Ntorq তালিকার পঞ্চম স্থান আলোকিত করেছে। আগের মাসে এটি বিক্রি হয়েছে ২৯,২৫৩ ইউনিট। যেখানে এবছর এপ্রিলে বেচাকেনার পরিমাণ ছিল ৩০,৪১১টি। মডেলটির দাম ৮৪,৬৩৬ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Tags:    

Similar News