Hydrogen Bus: মাইলেজ 400 কিমি, দেশের প্রথম হাইড্রোজেন ইন্টারসিটি বাস এনে চমকে দিল আম্বানির রিলায়েন্স

By :  SUMAN
Update: 2023-07-24 05:19 GMT

রিলায়েন্স ইন্ডাসট্রিজ (Reliance Industries), ভারত বেঞ্জ (Bharat Benz)-এর সাথে যৌথভাবে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত ইন্টারসিটি লাক্সারি কোচের কনসেপ্ট মডেলের প্রদর্শন করল। ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতায় গোয়াতে অনুষ্ঠিত চতুর্থ এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ-এর বৈঠক এই বিলাসবহুল বাসের উন্মোচন করেছে সংস্থাদ্বয়।

Reliance Industries ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত লাক্সারি কোচ আনল

লাক্সারি ইন্টারসিটি কোচটিতে শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ফুয়েল সেল সিস্টেম। যার ডিজাইন এবং উন্নয়ন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংস্থার সিইও নীতিন সেঠ এই বড় মাপের বাসটির প্রসঙ্গে বলেন, এতে সংস্থার আন্তর্জাতিক অংশীদারের থেকে নেওয়া বিশ্বমানের বিদেশি সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

এই প্রসঙ্গে সেঠ মন্তব্য করেন, “হাইড্রোজেন জ্বালানি দ্বারা পরিপূর্ণ হওয়ার পর এই ইন্টারসিটি বাসটি প্রায় ৪০০ কিলোমিটার পথ চলতে পারবে। হাইড্রোজেনের মতো পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করে দূর-দূরান্তের পথ পাড়ি দেবে বাসটি। আগামী এক বছর এটির ব্যাপকভাবে ট্রায়াল চালানো হবে।” সুরক্ষায় যাতে কোন ফাঁকফোকর না থেকে থাকে, সেজন্য সংস্থা খতিয়ে দেখার কাজ করবে।

প্রসঙ্গত, এ বছর জানুয়ারিতে ভারতে ‘ন্যাশনাল গ্রীন হাইড্রোজেন’ অভিযান লঞ্চ হয়েছিল। ভারতে প্রতি মাসে মোট পিএম ২.৫ নির্গমনের ২৫ থেকে ৩০ শতাংশ যানবাহন থেকে বার হয়। পাশাপাশি ক্রুড অয়েল আমদানির জন্য ১০০ বিলিয়ন ডলার খরচ হয়। তাই বিকল্প জ্বালানিতে জোর দিচ্ছে সরকার। এ বছর ৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইক-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম হাইড্রোজেন ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন প্রযুক্তির উপর থেকে পর্দা সরিয়েছিল। যা হেভি ডিউটি ট্রাকে ব্যবহার্য।

Tags:    

Similar News