Electric Car: একবার চার্জ দিলেই কোলকাতা থেকে দুর্গাপুর! কত দাম এই বৈদ্যুতিক গাড়ির
Tata Punch EV লঞ্চ হতেই উত্তাপ টের পাচ্ছে ভারতে ইলেকট্রিক গাড়ি বিক্রয়কারী অন্যান্য সংস্থাগুলি। তাই বৈদ্যুতিক গাড়ির মার্কেটে টাটার অন্যতম প্রতিদ্বন্দ্বী সিট্রোয়েন (Citroen) তাদের eC3-এর টপ-রেঞ্জ Shine ভ্যারিয়েন্ট লঞ্চ করল সংস্থা। যার দাম ১৩.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। লঞ্চের প্রায় এক বছর পর টপ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে কোম্পানি। এতে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে। যেগুলি পূর্বে অ্যাক্সেসরিজ হিসেবে অফার করা হতো।
Citroen eC3 Shine ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল
Citroen eC3 Feel ভ্যারিয়েন্টের তুলনায় টপ ভার্সনের দাম ৪০ হাজার টাকা বেশি। নতুন Shine ভ্যারিয়েন্টে যোগ করা হয়েছে ফক্স ফ্রন্ট, রিয়ার স্কিড প্লেট, ১৫ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, চামড়ায় মোড়ানো স্টিয়ারিং হুইল। এছাড়া রয়েছে রিভার্স ক্যামেরা, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল উইঙ্গ মিরর এবং রিয়ার ডিফগার। বাদবাকি লোয়ার স্পেক ফিল ট্রিমের বৈশিষ্ট্যগুলি এতেও উপলব্ধ রয়েছে।
আবার ফিল ভ্যারিয়েন্টের মতো সাইনেও রয়েছে ভাইব প্যাক এবং ডুয়েল টোন কালার অপশনে কেনার ব্যবস্থা। এজন্য অতিরিক্ত ১৫,০০০ টাকা লাগবে। সিট্রোয়েন গাড়িটির পাওয়ারট্রেনে কোন পরিবর্তন ঘটায়নি। এতে ২৯.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অফার করা হয়েছে। ফ্রন্ট অ্যাক্সেলের সাথে যুক্ত ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ৫৬ বিএইচপি শক্তি এবং ১৪৩ এনএম টর্ক উৎপন্ন করে।
Citroen eC3 Shine-এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১০৭ কিলোমিটার। সংস্থার দাবি একবার সম্পূর্ণ চার্জ করে নিলে এটি ৩২০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিং সমর্থন করে। একটি ১৫ অ্যাম্পিয়ার প্লাগ দ্বারা ১০-১০০% চার্জ হতে ১০.৫ ঘন্টা সময় লাগবে, যেখানে একটি ডিসি ফাস্ট চার্জারে ৫৭ মিনিটেই ১০-৮০% চার্জ হয়ে যাবে। বাজারে গাড়িটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে – Tata Tiago EV, MG Comet EV ও সদ্য লঞ্চ হওয়া Tata Punch EV।