স্কুটার কিনুন, কোম্পানির খরচে থাইল্যান্ডে ঘুরে আসুন, Okaya EV আনল দুর্ধর্ষ অফার
ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ ওকায়া ইভি (Okaya EV) ক্রেতাদের জন্য খুশির অফার ঘোষণা করল। সংস্থার ইলেকট্রিক স্কুটার কিনলেই নিশ্চিত উপহার সহ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। আবার কপালে থাকলে মিলতে পারে এক জনের জন্য তিন রাত এবং চার দিনের জন্য থাইল্যান্ড ঘোরার সুযোগ। ৩১ মার্চ পর্যন্ত এই লোভনীয় অফারটি চালু থাকবে।
কীভাবে অফার পাওয়া যাবে
এদেশে ওকায়ার যে কোনো ডিলারশিপ থেকে ইলেকট্রিক স্কুটার কিনলে গ্রাহকরা আকর্ষণীয় অফারের অধীনে পুরস্কার জেতার সুযোগ পাবেন। স্কুটার কেনার পর গ্রাহকরা তাদের রেজিস্টার্ড ফোন নম্বরে একটি লিঙ্ক পাবেন। যেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপর একটি স্ক্র্যাচ কার্ড তাদের সামনে আসবে। সেটাই বলে দেবে কপালে কী প্রাইজ আছে।
Okaya EV-র ঝুলিতে রয়েছে এই মডেলগুলি
বর্তমানে ওকায়া ইভি ধীর এবং উচ্চগতির ইলেকট্রিক স্কুটার অফার করে। যার মধ্যে রয়েছে Faast F4, Faast F3, Faast F2F, ClassIQ+, Freedum ও Faast F2B। কোম্পানি তাদের প্রতিটি স্কুটারে ছয়টি কালার রেঞ্জ অফার করে – মেটালিক ব্ল্যাক, মেটালিক সিয়ান, ম্যাট গ্রীন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট।
Okaya Faast F2F ইলেকট্রিক মোটর, ব্যাটারি ও রেঞ্জ
Faast F2F হল সংস্থার নবীনতম সংযোজন। যেটি গত মাসে ৮৪,০০০ টাকার এক্স শোরুম মূল্যে লঞ্চ হয়েছিল। এটি ছাত্র-ছাত্রী, তরুণ প্রজন্মের জন্য আনা হয়েছে। সিঙ্গেল চার্জে ৭০ থেকে ৮০ কিলোমিটার রেঞ্জ সহ ঘন্টায় ৫৫ কিলোমিটার সর্বাধিক গতিবেগ তুলতে সক্ষম স্কুটারটি।
Okaya Faast F2F-তে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক রিয়ার শক অ্যাবজর্বার। ফিচারের তালিকায় উপস্থিত রিমোট কি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিআরএল হেডল্যাম্প এবং এজি টেলল্যাম্প। বর্তমানে এদেশে ৫৫০-এর অধিক ওকায়া ইলেকট্রিকের আউটলেট রয়েছে।
Faast F2F ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে একটি ৮০০ ওয়াট বিএলডিসি হাব মোটর। এর সাথে সংযুক্ত ৬০ ভোল্ট ৩৬ অ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম আয়ন – এলপিএফ ব্যাটারি। ব্যাটারি এবং মোটরে দু’বছরের ওয়ারেন্টি অফার করে কোম্পানি।