Hero Karizma XMR: কারিশমার নয়া টিজারে সবার ঘুম কাড়ল হিরো, কী কী চমক এই বাইকে

By :  SUMAN
Update: 2023-08-17 09:34 GMT

নিজের হারানো সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে ২৯ আগস্ট প্রত্যাবর্তন করছে Hero Karizma। নয়া অবতারের নামের সাথে যোগ হয়েছে XMR শব্দটি। লঞ্চের আগেই হিরো মোটোকর্প (Hero MotoCorp) তাদের বেনামী বাদশার টিজার প্রকাশ করে ক্রেতামহলের উদ্দীপনা বাড়িয়ে তুলল। যদিও আগেও একাধিক টিজার প্রকাশ করে আলো-আঁধারিতে বাইকটির আউটলাইন দেখানো হয়েছিল। নয়া টিজারে Hero Karizma XMR-এর হেডল্যাম্প দেখানো হয়েছে।

Hero Karizma XMR: ইঞ্জিন ও ফিচার্স

চাকায় গতি আনতে Hero Karizma XMR-এ থাকছে একটি ২১০ সিসি, লিকুইড কুল্ড, ৬-গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন। এর আউটপুট সম্পর্কে কোন তথ্য জানা না গেলেও অনুমান করা হচ্ছে, এটি থেকে প্রায় ২৫ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। সদ্য প্রকাশিত টিজারে বাইকটির ফুল এলইডি হেডল্যাম্প এবং অ্যাঙ্গুলার ডিআরএল দেখিয়েছে হিরো। আবার ফাঁস হওয়া বাইকটির ছবিতে ফুল-ফেয়ার্ড ডিজাইন নজরে পড়েছে। যা কারিশমার পূর্ববর্তী মডেলের অনুরূপ।

Karizma XMR-এর ফুল এলইডি হেডল্যাম্পটি Xtreme 200S থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে রয়েছে একটি ক্লিপ অন হ্যান্ডেল বার, বৃহৎ ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট, অ্যালয় হুইল, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ও অন্যান্য ফিচার।

Hero Karizma XMR: হার্ডওয়্যার

এখনও পর্যন্ত আসন্ন মডেলটির কারিগরি সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করা না হলেও অনুমান করা হচ্ছে, Karizma XMR একটি স্টিল ট্রেনিস ফ্রেম এবং বক্স-স্টাইল সুইংআর্ম-এর উপর ভর করে আসবে। এতে ব্যবহৃত ২১০ সিসি ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২৫ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। গতির সাথে তাল মিলাতে এতে দেওয়া হতে পারে ৬-স্পিড গিয়ারবক্স।

Hero Karizma XMR: দাম ও প্রতিপক্ষ

Hero Karizma XMR-এর দাম এ দেশের বাজারে ১.৬০ লক্ষ থেকে ১.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। লঞ্চের পর এটি ভারতে উপলব্ধ Yamaha R15 V4, Bajaj Pulsar RS200 সহ আরও অন্যান্য মোটরসাইকেলের সাথে টক্কর চালাবে।

Tags:    

Similar News