Hero MotoCorp: নয়া ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে হিরো, ডিজাইনে দেখা যাবে বৈচিত্র্য
ভারতের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) গত বছর অক্টোবর মাসে নতুন Vida ব্র্যান্ডের অধীনে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল। Pro ও Plus ভ্যারিয়েন্টে এসেছিল বৈদ্যুতিক দু'চাকা গাড়িটি। ভবিষ্যতে আরও এমন মডেল বাজারে আনার বার্তা দিয়েছিল হিরো। এবার ফাঁস হওয়া খবর থেকে জানা গিয়েছে, Vida V1 পরিবারে আগামী বছরের মধ্যে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে।
Vida V1 এর আরও ভ্যারিয়েন্ট লঞ্চ করবে Hero
এক অটো পোর্টালের রিপোর্টে দাবি করা হয়েছে, হিরো মোটোকর্প ধীরে ধীরে তাদের ভিডা সাব-ব্র্যান্ডের সম্ভার বাড়ানোতে উদ্যোগী হয়েছে। অদূর ভবিষ্যতে V1-এর বিভিন্ন ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ করা হবে। পাশাপাশি এ বছর আরও একাধিক শহরে ইলেকট্রিক স্কুটারের নতুন শোরুম খোলার পরিকল্পনা করছে সংস্থাটি। যেখান থেকে Vida V1 ই-স্কুটার বিক্রি হবে। সেলস ভাল হলে তখন V1 এর একের পর এক নতুন ভ্যারিয়েন্টের লঞ্চ শুরু করবে হিরো।
সব ঠিকঠাক চললে আগামী বছর থেকে V1-এর নতুন ভ্যারিয়েন্টগুলি বাজারে হাজির করা হবে। ২০২২-এর অক্টোবরে V1 লঞ্চের সময় মডিউলার প্ল্যাটফর্মের উপর জোর দিয়েছিল হিরো। এটি এমনভাবে ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে, যাতে বডি প্যানেল সরিয়ে বা কোনরকম পরিবর্তন ছাড়াই স্টাইলে বৈচিত্র্য আনা যায়।
এইভাবে হিরো মটোকর্প ক্রেতাদের সামনে বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক স্কুটারের সম্ভার মেলে ধরবে। যাতে আরও বেশি সংখ্যক ক্রেতা আকৃষ্ট হন। আবার নিজেদের বাজেট অনুযায়ী স্কুটার বেছে নিতে পারবেন তারা। এদেশে Hero Vida V1-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Bajaj Chetak, TVS iQube এবং Ola S1 Pro।