হোলিতে রঙের দাগ লেগে গাড়ির দফারফা? এই 5 টিপস মেনে চললে ক'মিনিটেই হবে চকচকে

By :  techgup
Update: 2023-03-09 13:52 GMT

এদেশের বুকে আয়োজিত রঙের উৎসব অর্থাৎ হোলি শুধুমাত্র ভারতের মাটিতেই নয় বরং তা এদেশের সীমা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। জীবনের ফিকে হয়ে আসা প্রতিটি পাতাকে নতুন করে রাঙিয়ে নেওয়ার সুযোগ মেলে দুই দিনব্যাপী এই রঙের উৎসবে। তবে গত দুদিনের রঙের খেলা শেষ করে এবার জীবনের মূল স্রোতে ফেরার পালা। এই রঙের উৎসবের প্রলেপ যেমন লেগে থাকে আমাদের শরীরে কিংবা বাড়ির আশেপাশে, তেমনই তা অনেক ক্ষেত্রেই নিজের সাধের চার চাকার শরীরেও বেশ প্রকট হয়ে দেখা দেয়। আজকের প্রতিবেদনে উল্লিখিত এই কয়েকটি পদ্ধতি অনুসরণ করে হোলি পরবর্তী সময়ে গাড়িকে পুনরায় সঠিক রাখার পথ বাতলে দিলাম আমরা।

কিভাবে রংয়ের উৎসবের পর পরিষ্কার রাখবেন আপনার গাড়ি

জল দিয়ে সম্পূর্ণ ধোয়া

দোলের অনুষ্ঠান পেরিয়ে গেলেই প্রথমে আপনার গাড়িটির সর্বত্র জল ছিটিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে গাড়ির গায়ে লেগে থাকা রঙের গুঁড়ো কিংবা ধুলোকণা সহজেই দূরীভূত হবে। তবে মনে রাখবেন এক্ষেত্রে হাই প্রেসারে পাইপ দিয়ে গাড়ি ধোয়ার চেষ্টা করবেন না। তাতে বডি প্যানেলের আসল রং এর ক্ষতি সাধন হতে পারে।

pH নিউট্রাল কার শ্যাম্পু ব্যবহার

সম্পূর্ণ জল দিয়ে ধোয়ার পরেই ভালো মানের pH নিউট্রাল শ্যাম্পু দিয়ে গাড়ির বাইরের অংশটিকে সম্পূর্ণ পরিষ্কার করুন। বর্তমানে বাজারে এমন বিভিন্ন ব্র্যান্ডের তৈরি শ্যাম্পুর দেখা মেলে। তবে এই কাজে অবশ্যই নরম স্পঞ্জ ব্যবহার করবেন, এর ফলে গাড়ির গা স্ক্র্যাচ পড়া থেকে বাঁচানো যাবে। তারপর ভালো মাইক্রো ফাইবার যুক্ত তোয়ালের সাহায্যে শুকনো করে গাড়ির সম্পূর্ণ অংশটি মুছে নিন।

চাকা এবং টায়ার পরিষ্কার

এতক্ষণের পরিষ্কার করার প্রক্রিয়া চলাকালীন নির্গত রঙের জল কিংবা নোংরা জল গাড়ির চাকা এবং টায়ারের গায়ে খুব খারাপ ভাবে লেগে থাকে। তাই আলাদাভাবে এই চাকা এবং টায়ার পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। আজকালকার দিনে চাকা ও টায়ার পরিষ্কার করার জন্য বিশেষ ধরনের ব্রাশ এবং শ্যাম্পু বাজারে কিনতে পাওয়া যায়।

গাড়ির অন্দরমহল পরিষ্কার

যদি গাড়ির অন্দরমহলে নোংরা ময়লা জমে থাকে তবে তা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। এক্ষেত্রে সিট, কার্পেট কিংবা ফ্লোর ম্যাটের আশেপাশে জমে থাকা হালকা গুড়ো জাতীয় ময়লাগুলিকে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে সহজেই পরিষ্কার করা যায়। অতিরিক্ত নোংরা হলে অবশ্যই কার ইন্টেরিয়র ক্লিয়ার এর সাহায্যে গাড়ির ড্যাশবোর্ড, ডোর প্যানেল এবং অন্যান্য অংশগুলিকে পরিষ্কার করা প্রয়োজন।

ওয়াক্স কিংবা সিলেন্ট ব্যবহার

গাড়ি ধোয়া এবং শুকনো করার পর সর্বশেষে এর বাইরের অংশে ওয়াক্স কিংবা সিলেন্ট লাগানো বুদ্ধিমানের কাজ। এর ফলে গাড়ির নিজস্ব রং ভবিষ্যতে বড় ক্ষতি হওয়ার থেকে বাঁচবে। এমনকি এই ওয়াক্স এর লেয়ার থাকার ফলে পরবর্তীকালে গাড়ি ধোয়ার কাজ বেশ সহজ হবে।

উপরের এই পদ্ধতিগুলি অনুসরণ করে সহজেই হোলি পরবর্তী সময়ে আপনার গাড়ির সম্পূর্ণ অংশগুলি পরিষ্কার রাখা সম্ভব। গাড়ির বাইরের বডি প্যানেল কিংবা ভিতরের অংশ সবসময় পরিষ্কার এবং হাইজেনিক রাখা উচিত।

Tags:    

Similar News