Honda: বিনামূল্যে পেয়ে যান ১০ বছর ওয়ারেন্টি, দারুণ সুযোগ আনল হোন্ডা

By :  techgup
Update: 2024-07-27 09:45 GMT

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের চারটি বাইকে সাত বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়ার ঘোষণা করল। হোন্ডা এমনিতেই তিন বছর স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেয়, ফলে বিনামূল্যে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা। সিবি৩৫০, হাইনেস সিবি৩৫০, সিবি৩৫০আরএস, সিবি৩০০এফ, ও সিবি৩০০আর মডেলে এই সুবিধা মিলবে।

মনে রাখবেন, এই অফার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ১০,০০০ জন ক্রেতাকে দেওয়া হবে। আরও একটি ভাল খবর হল, হোন্ডার বিগউইং শোরুম থেকে বিক্রিত সিবি৩০০এফ, সিবি৩০০আর, সিবি৩৫০, হাইনেস সিবি৩৫০, সিবি৩৫০আরএস, এনএক্স৫০০, এবং ট্রান্সআল্প এক্সএল৭৫০ মোটরসাইকেলে ১০,০০০ টাকা ছাড় চলছে। এই অফার ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ। প্রথম ৫,০০০ ক্রেতা এই ডিসকাউন্টের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিগউইং শোরুমে আগে শুধু দামী প্রিমিয়াম মোটরবাইক বিক্রি হলেও, সম্প্রতি হর্নেট ২.০ এবং সিবি২০০এক্স মডেল দু’টি সেখানে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিক্রি বৃদ্ধির পাশাপাশি ক্রেতাদের আগাগোনা বাড়বে বলে মনে করছে সংস্থা। এই বাইক দু'টির বর্তমান দাম যথাক্রমে ১.৩৯ লক্ষ ও ১.৪৭ লক্ষ টাকায় (এক্স-শোরুম)। উভয় বাইকে একই ইঞ্জিন রয়েছে।

১৮৪.৪ সিসির ওই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বাধিক ১৭ বিএইচপি ক্ষমতা ও ১৫.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। হর্নেট ২.০ একটি স্ট্রিট বাইক ও সিবি ২০০এক্স অ্যাডভেঞ্চারের ট্যুরার মোটরসাইকেল। শুনলে অবাক হবেন বাইক দু'টি একই প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইট, ডুয়াল ডিস্ক ব্রেক (প্রতি চাকায় একটা) আপসাইড ডাউন বা ইউএসডি ফর্ক এবং মনোশক সাসপেনশন রয়েছে।

Tags:    

Similar News