Simple One: এক চার্জে 212 কিমি মাইলেজ, ইলেকট্রিক স্কুটারের জগতে নতুন নক্ষত্রের জন্ম

ভারতের বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় আলোড়ন ফেলে লঞ্চ হল Simple One। বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি (Simple Energy) প্রায় দেড় বছর প্রতীক্ষার পর অবশেষে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আপগ্রেড সহ রি-লঞ্চ করল। সিম্পল ওয়ানের দাম ১.৪৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত ধার্য করা হয়েছে। সঙ্গে ৭৫০ ওয়াট পোর্টেবল চার্জার কিনতে ১৩,০০০ টাকা খরচ হবে। উল্লেখ্য, ২০২১-এর আগস্টে স্কুটারটি ভারতে আত্মপ্রকাশ করেছিল। আর আজকের লঞ্চ মডেলটি হল সেটির প্রোডাকশন বা চূড়ান্ত ভার্সন।

Simple One Electric Scooter লঞ্চ হল

সিম্পল ওয়ান-এর ডেলিভারি পেতে ক্রেতাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে নিশ্চিত করেছে সংস্থা। আগামী ৬ জুন থেকে পরিবেশবান্ধব স্কুটারটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। তবে প্রাথমিক পর্যায়ে কেবল বেঙ্গালুরুতেই ডেলিভারি দেওয়া হবে। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও পা রাখবে এটি। এতে দেওয়া হয়েছে একটি ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক (একটি রিমুভেবল এবং অপরটি ফিক্সড)। যার ক্যাপাসিটি পূর্বে ঘোষিত ব্যাটারির (৪.৮ কিলোওয়াট আওয়ার) তুলনায় ০.২ কিলোওয়াট আওয়ার বেশি।

Simple One : ব্যাটারি ও রেঞ্জ

স্কুটারের ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এতে সেভেন লেয়ার প্রোটেকশন সিস্টেম বর্তমান। আবার IP67 ও AIS 156 সুরক্ষার মাপকাঠি মেনে তৈরি এটি। যা সম্পূর্ণ চার্জে ২১২ কিলোমিটার (পরীক্ষিত) রেঞ্জ প্রদান করবে বলে দাবি করেছে সিম্পল এনার্জি। যদিও এর আগে কোম্পানি দাবি করেছিল স্কুটারটি ২৩৬ কিলোমিটার রেঞ্জের সাথে আসবে। তবে রেঞ্জের পরিমাণ সামান্য কম হলেও, ভারতের দীর্ঘতম রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটারের তকমা ধরে রেখেছে এটি।

Simple One: ফিচার্স

Simple One-এর দৈহিক ওজন ১৩৪ কেজি। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৭৭ সেকেন্ড তুলবে এটি। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটার। এতে দেওয়া হয়েছে ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টেলিম্যাটিক্স, রাইড স্ট্যাটিসটিক্স, ব্লুটুথ কানেক্টিভিটি, ওটিএ আপডেট ইত্যাদি। ৭৫০ ওয়াট হোম চার্জার দ্বারা ৫ ঘন্টা ৫৪ মিনিটে ব্যাটারিটি ০-৮০ শতাংশ চার্জ করা যাবে। আবার ফাস্ট চার্জার দ্বারা ১.৫ কিলোমিটার প্রতি মিনিট হারে চার্জ হবে ব্যাটারিটি।

Simple One: কালার ও প্রতিদ্বন্দ্বী

সিম্পল ওয়ান ছয়টি রঙের বিকল্পে বাজারে এসেছে – ব্র্যাজেন ব্ল্যাক, নাম্মা রেড, গ্রেস হোয়াইট এবং অ্যাজিওর ব্লু। আবার ডুয়েল টোন ব্র্যাজেন এক্স এবং লাইট এক্স কালারেও বেছে নেওয়া যাবে। স্কুটারটির প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Ather 450X, Ola S1 Pro, Vida V1 Pro, Bajaj Chetak এবং TVS iQube। বর্তমানে স্কুটারটির বুকিং চলছে। সিম্পল এনার্জি আগামী ক’মাসের মধ্যে দেশজুড়ে দেড়শো শোরুম খোলার টার্গেট নিয়ে এগোচ্ছে।