Honda Elevate: হোন্ডা এলিভেট SUV-র বুকিং শুরু, Tata, Hyundai দের কি টেক্কা দিতে পারবে

By :  SUMAN
Update: 2023-05-19 09:05 GMT

লঞ্চের আগে নতুন এসইউভি Elevate এর বুকিং গ্রহণ শুরু করল হোন্ডা (Honda)। ২১,০০০ টাকা দিয়ে গাড়িটি আনঅফিসিয়ালি বুকিং করা যাচ্ছে। আগামী ৬ জুন বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে Honda Elevate। সূত্রের খবর, ডিলার বিশেষে বুকিং অ্যামাউন্টের তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। যার পরিমাণ মোটামুটি ১১,০০০-২১,০০০ টাকার মধ্যেই থাকছে। আগস্ট, ২০২৩ থেকে গাড়িটির ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে হোন্ডা।

Honda Elevate-এর বুকিং আরম্ভ হল

বাজারে Kia Seltos, Hyundai Creta, Tata Nexon, Maruti Vitara, Toyota Hyryder-এর মতো রাশভারী প্রতিপক্ষদের সম্মুখীন হতে চলার ফলে, হোন্ডা এলিভেট-কে যে কঠিন প্রতিযোগিতায় পড়তে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। গাড়িটি সংস্থার পুরনো ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন সমেত হাজির হবে বলে আশা করা হচ্ছে।

Honda City-র পঞ্চম প্রজন্মের মডেলে ব্যবহৃত পাওয়ারট্রেনই এতে ব্যবহার করা হবে। ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্সের বিকল্পে উপলব্ধ ইঞ্জিনটির আউটপুট ১২১ এইচপি এবং ১৪৫ এনএম টর্ক। City-র মতো হোন্ডা তাদের আসন্ন এই গাড়িটি স্ট্রং হাইব্রিড মডেলে অফার করতে পারে।

এক্ষেত্রে গাড়িটি দুটি ইলেকট্রিক মোটরের সাথে একটি ১.৫ লিটার অ্যাটকিনশন সাইকেল পেট্রোল স্ট্রং হাইব্রিড ইউনিট সহ হাজির হবে। Honda Elevate-এর বিভিন্ন ভ্যালিয়েন্টের মূল্য ১০ লাখ টাকা থেকে শুরু করে ১৮ লাখ টাকা পর্যন্ত ধার্য করা হতে পারে। টিজার মারফত হোন্ডা ইতিমধ্যেই জানিয়েছে যে, এতে প্যানোরমিক সানরুফের বদলে সিঙ্গেল পেন সানরুফ থাকবে।

Tags:    

Similar News