Honda Shine 100: হোন্ডার সবচেয়ে সস্তা বাইক কিনতে চান, আপনার জন্য রয়েছে সুখবর

By :  techgup
Update: 2023-05-07 06:26 GMT

জাপানের অন্যতম সেরা জনপ্রিয় বাইক নির্মাতা হোন্ডা (Honda) বিগত কয়েক বছর ধরেই ভারতের মাটিতে সাফল্যের সঙ্গে যাত্রা করে চলেছে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন সময় তারা নিয়ে এসেছে নানা ধরনের বাইক ও স্কুটার। সম্প্রতি ১০০ সিসি কমিউটার বাইকের সেগমেন্টে তাদের নতুন সংযোজন Shine 100। এই মুহূর্তে হোন্ডার ভারতীয় পোর্টফোলিওতে থাকা বাইকগুলির মধ্যে এটির মূল্য সবচেয়ে কম ৬৪,৯০০ টাকা (এক্স শোরুম)। ইতিমধ্যেই কর্ণাটকে সংস্থার কারখানায় বাইকটির উৎপাদন শুরু হয়ে গিয়েছে এবং দেশজুড়ে নানা ডিলারশিপে ডিসপ্যাচের কাজ শুরু হয়েছে। ডেলিভারি হবে শীঘ্রই চলুন দেখে নেওয়া যাক এই বাইকের খুঁটিনাটি।

Honda Shine 100: ইঞ্জিন স্পেসিফিকেশন

হোন্ডার এই নতুন সাইন ১০০ বাইকটিকে এগিয়ে চলার সমস্ত শক্তি সরবরাহ করে ৯৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ওবিডি২ নির্গমন নীতি অনুসরণ করেই তৈরি এবং কুড়ি শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (e20) দ্বারা চলার ক্ষমতা রয়েছে এর। ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭.৬ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনটির। সংস্থার দাবি বেশি তেল সাশ্রয় করার ক্ষমতা রয়েছে নতুন মডেলটির। যদিও আনুষ্ঠানিকভাবে হোন্ডা সাইন ১০০ এর মাইলের সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি তারা।

Honda Shine 100: ডাইমেনশন

নতুন ডায়মন্ড ফ্রেমের উপর তৈরি হোন্ডা সাইন ১০০। বাইকটির হুইল বেসের দৈর্ঘ্য ১২৪৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিমি। মাটি থেকে এর সিটের উচ্চতা ৭৮৬ মিমি। আর টার্নিং রেডিয়াস মাত্র ১.৯ মিটার। সাইন ১০০ এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১৯৫৫ মিমি ৭৫৪ মিমি এবং ১০৫০ মিমি। এর ওজন ৯৯ কেজি। পেট্রোল ট্যাংকে তেল ধারণ ক্ষমতা ৯ লিটার।

Honda Shine 100: কালার স্কিম

গ্রাহকদের জন্য মোট পাঁচটি রঙে উপলব্ধ হোন্ডার এই নতুন সাইন ১০০- ব্ল্যাকে সঙ্গে গ্রে, গ্রীন, ব্লু, গোল্ড, এবং রেড এই পাঁচ ধরনের স্ট্রাইপ দেখতে পাওয়া যায়। এছাড়া, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুলির মধ্যে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প, বিশেষভাবে ডিজাইন করা ফুয়েল ট্যাঙ্ক, কালো রঙের অ্যালয় হুইল, সাইড স্ট্যান্ড সেন্সার এবং টেল ল্যাম্প।

Honda Shine 100: ব্রেকিং সিস্টেম

ফুয়েল গজের সঙ্গে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওডোমিটার এবং স্পিরোমিটার দেওয়া হয়েছে এতে। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে সামনে ও পিছনে উভয়দিকেই যথাক্রমে ১৩০ মিমি এবং ১১০ মিমি ড্রাম ব্রেক উপলব্ধ রয়েছে। সেফটি ফিচার হিসেবে থাকছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

Tags:    

Similar News