12 কোটির Mclaren সুপারকার কিনলেন ব্যবসায়ী, দেশে এই গাড়ি কারোর কাছে নেই

By :  SUMAN
Update: 2022-12-16 05:57 GMT

কথায় আছে শখের দাম লাখ টাকা। কিন্তু এখনকার দিনে নিজের সাধ মেটাতে বিত্তশালী মানুষরা লাখ তো ছাড় কোটি টাকা খরচ করতেও দ্বিতীয়বার ভাবেন না। বহু মানুষের রকমারি সমস্ত ইচ্ছা থাকে। যার মধ্যে সিংহভাগ মানুষের রয়েছে গাড়ির প্রতি নেশা। এ আবার যেইসেই নেশা নয়, বিশ্বের বিরলতম এবং সর্বাধিক মূল্যের গাড়ি নিজেদের সংগ্রহে রাখতে কোটি কোটি টাকার মায়া পরিত্যাগ করতে দেখা যায়। এবারে যেমন হায়দ্রাবাদের ব্যবসায়ী নাসির খান করলেন। দেশের সর্বাধিক মূল্যবান ওই সুপারকার নিজের সংগ্রহে আনলেন তিনি।

গাড়িটি হল McLaren 765 LT Spider। কিনতে ব্যবসায়ীর ১২ কোটি টাকা (এক্স-শোরুম) খরচ হয়েছে। এই পরিমাণ অর্থ হয়তো বহু মানুষ সারাজীবনেও উপার্জন করতে পারেন না। যাই হোক, টকটকে লাল রঙের গাড়িটি হায়দ্রাবাদের বিখ্যাত তাজ ভালুকনামা প্যালেসে ডেলিভারি দেওয়া হয়। সূত্রের দাবি, ভারতে 765 LT Spider এর প্রথম মালিক নাসিরই।

ইনস্টাগ্রামে নাসির খান তাঁর এই বহু মূল্যবান গাড়িটির ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। ম্যাকল্যারেনের তৈরি এই গাড়িটি হল ক্যুপ ভার্সনের। এর ডিজাইন দেখতে হলে খানিক মুহূর্ত ব্যয় করতে ইচ্ছে হবে। চালিকাশক্তি জোগাতে McLaren 765 LT Spider-এ উপস্থিত একটি ৪ লিটার ট্যুইন-টার্বোচার্জড ভি৮ পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৭৫৪ বিএইচপি শক্তি এবং ৮০০ এনএম টর্ক উৎপন্ন হয়।

ইঞ্জিনের সাথে সংযুক্ত ৭-স্পিড সিকুয়েন্সিয়াল গিয়ারবক্স। গতিদানব গাড়িটি ০-৬০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ মাত্র ২.৭ সেকেন্ডে তুলতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৩২৯ কিলোমিটার। শুনলেই চোখ কপালে ওঠে! সুপারকারটির বডি কার্বন ফাইবার দ্বারা নির্মিত। এতে রয়েছে আগ্রাসী ফ্রন্ট বাম্পার, স্প্লিটার, সাইড স্কার্ট, এবং একটি রিয়ার বাম্পার। এটি একটি কনভার্টেবল ভার্সন হওয়ার কারণে সুপারকপটির রুফ ১১ সেকেন্ডে ভাঁজ হয়ে যায়। সারা বিশ্বে মাত্র ৭৬৫টি মডেল তৈরি হয়েছে গাড়িটির।

Tags:    

Similar News