ট্রান্সপারেন্ট চেহারা, ফিচার্সে ঠাসা, Activa-কে টক্কর দেবে এই ইলেকট্রিক স্কুটার, দাম শুনলে ছুটবেন
২০২৩-এ ইলেকট্রিক টু হুইলার লঞ্চের যে ঢেউ আছড়ে পড়েছিল, সেই প্রভাব ২০২৪-এও বুঝি শুরু হল। বছর শুরু হতেই নতুন ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক লঞ্চের কথা ঘোষণা করল নাসিকের জিতেন্দ্র ইভি (Jitendra EV)। সংস্থার নয়া মডেলের নাম Primo এবং দাম ৭৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। আবার স্কুটারটির একটি বিশেষ ট্রান্সপারেন্ট মডেলের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। নাম শুনেই বোঝা যাচ্ছে এই মডেলটির ভেতরের কলকব্জা বাইরে থেকে পরিষ্কার দেখা যায়। তবে এটি এখনই মুক্তি পাবে না। মার্কেট রেসপন্স দেখে ভবিষ্যতে লঞ্চ করবে বলে জানিয়েছে কোম্পানি।
Jitendra EV লঞ্চ করল Primo ইলেকট্রিক স্কুটার
পারফরম্যান্সের কথা বললে Primo ই-স্কুটারটি একটি ৬০ ভোল্ট, ২৬ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক সহ এসেছে। সম্পূর্ণ চার্জে এটি ৬৫ কিলোমিটার পথ ছুটতে সক্ষম বলে দাবি সংস্থার। আর প্রতি ঘন্টায় মডেলটি ৫২ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলবে। সাসপেনশনের জন্য এতে স্কুটারটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও স্প্রিং কয়েল সমেত হাইড্রোলিক ফর্ক বর্তমান।
Jitendra Primo ব্ল্যাক, সিলভার, রেড, এবং হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। স্কুটারটিতে উপস্থিত তিনটি রাইডিং মোড – ইকোনমি, হাই-স্পিড এবং বুস্ট। এটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি ল্যাম্প, ইউএসবি চার্জিং, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, থার্মাল প্রোপাগেশন অ্যালার্ট এবং রিভার্স অ্যাসিস্ট। ১০ ইঞ্চি হুইলে ৯০/৯০ সেকশন টিউবলেস টায়ার, ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক মিলবে এতে।
প্রাইমো ইলেকট্রিক স্কুটারে তিন বছরের ওয়ারেন্টি অফার করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে, বর্তমানে সিঙ্গেল ভ্যারিয়েন্টে আনা হয়েছে এটি। কিন্তু ভবিষ্যতে Primo লাইনআপ আরও বলিষ্ঠ হবে বলেই নিশ্চিত বার্তা এসেছে। আগামীতে Primo S (৯০ কিমি রেঞ্জ) ও Primo Plus (১৩০ কিমি রেঞ্জ) লঞ্চ করা হবে।