একেই বলে 'জুগাড়'! 45,000 টাকায় Rolls Royce বানিয়ে গোটা বিশ্বকে তাক লাগাল ভারতীয় যুবক

By :  SUMAN
Update: 2023-10-02 07:35 GMT

এ যেন, ছিল বিড়াল, হয়ে গেল রুমাল! চমকদার কারিকুরিতে ভোলবদলে ‘অতি সাধারণ’ Maruti Suzuki 800 রূপ নিল Rolls Royce-esque -এর। অনেকটা ময়ুরের পালক গায়ে লাগিয়ে কাকের পক্ষীরাজ সেজে ওঠার মতোই অবস্থা। আর এই অসম্ভবকে বাস্তবায়িত করে সমগ্র বিশ্ববাসীকে তাক লাগিয়েছে কেরলের এক যুবক। ‘ট্রিকস টিউব’ শীর্ষক ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিওতে হাদিফ নামের ওই যুবকের বিলাসবহুল গাড়ির প্রতি নিজের গভীর আসক্তি প্রকাশ করেছে।

Maruti Suzuki 800 মডিফাই করে বানানো হল Rolls Royce-esque

তবে এই প্রথমবার নয়, গাড়িতে নতুন রূপদানে এর আগেই হাত পেকেছে হাদিফের। পূর্বেও সে একটি মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করে একটি জিপ গাড়ি বানিয়ে সকলকে তাজ্জব করেছিল। এবারের প্রজেক্টে হাদিফ বেশ কয়েক মাস সময় দিয়েছে। যার ফল হাতেনাতে পেয়েছে সে। মারুতি সুজুকি ৮০০-এ যোগ করা হয়েছে নতুন বডি কিট ও রঙ। আবার ডিজাইন ও ইন্টেরিয়ারেও চমকের স্পর্শ প্রকট হয়েছে।

মারুতি ৮০০-টির সামনের বনেটের হালহকিকত বদলে দেওয়া হয়েছে। সেখানে নতুন প্যানেল পেয়েছে গাড়িটি। যা বেশ হৃষ্টপুষ্ট ও বৃহৎ নক্সা যুক্ত। Rolls Royce-এর মতো গ্রিল ও হেডলাইট দ্বারা সামনের অংশের শোভা বাড়ানো হয়েছে। একইভাবে গাড়িটির পেছন দিকেও Rolly-র মতো ডিজাইন বর্তমান। রূপবদলে স্টিলের শিট দ্বারা বড় বুট বানানো হয়েছে। এই সমস্ত কিছু মিলেই নতুন দর্শনে সকলের নজর কাড়ছে এটি।

যদিও কেবিনে মারুতি ৮০০-এর বেশিরভাগ বৈশিষ্ট্যই অপরিবর্তিত রাখা হয়েছে। BMW-র সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রিমিয়াম সিট ব্যবহার করা হয়েছে এতে। গাড়িটি তৈরি করতে হাদিফ বিভিন্ন সংস্থার যন্ত্রাংশ এতে ব্যবহার করেছে। উচ্চতা আগের চাইতে বাড়ানো হয়েছে। আকর্ষণের মূল বিষয় এই ‘রূপধারী’ এসইউভি-র বনেটটি আইকনিক ‘Spirit of Ecstasy’-এর। এটি এক স্থানীয় কারিগরের থেকে প্রস্তুত করেছে বলে জানিয়েছে ওই বালক। এই রূপবদলের কাজে তার খরচ হয়েছে ৪৫,০০০ টাকা।

Tags:    

Similar News