এক চার্জে 180 কিমি, Ola-র ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের পদ্ধতি জানেন তো? নাহলে দেখুন এখানে

By :  SUMAN
Update: 2022-10-31 10:35 GMT

ভারতের প্রথম সারির বৈদ্যুতিক স্কুটার কোম্পানি ওলা ইলেকট্রিক (Ola Electric) দীপাবলির আগে তাদের এখনও পর্যন্ত সবচেয়ে কম দামের টু-হুইলার S1 Air লঞ্চ করেছিল। যার প্রারম্ভিক মূল্য ৭৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছিল। যদিও খুব শীঘ্রই এর দাম ৫,০০০ টাকা বাড়িয়ে ৮৪,৯৯৯ টাকা করবে বলে জানিয়েছে ওলা। বর্তমানে সংস্থার স্কুটারগুলি ক্রেতাদের চালিয়ে দেখার সুযোগ দিচ্ছে তারা। তবে কোনো মানুষ কীভাবে ওলার ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে অনলাইনে বুক করবেন, এই প্রতিবেদনে তা নিয়েই বিস্তারিত আলোচনা রইল।

ওলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো মডেল বেছে নেওয়া যায়। এদিকে এখনও পর্যন্ত ভারতে ওলার অফলাইন ডিলারশিপ তেমন নেই বললেই চলে। সংস্থাটি তাদের সিংহভাগ ব্যবসা চালানোর জন্য এখনও অনলাইন মাধ্যমের উপরই নির্ভরশীল। তাই বুকিংয়ের প্রক্রিয়াটিও অনলাইনে সম্পন্ন করতে হবে। আসুন কিভাবে অনলাইনে ওলার ইলেকট্রিক স্কুটারগুলি (S1, S1 Pro S1 Air) বুকিং করবেন, এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথমে আপনাকে ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে “রিজার্ভ” বাটনে ট্যাপ করুন। এরপর একাধিক কালার অপশন থেকে তিনটে স্কুটারের মধ্যে থেকে পছন্দের মডেলটি বেছে নিতে হবে। এমনকি সেখানে তিনটি স্কুটারের স্পেসিফিকেশন তুলনা করেও দেখা যাবে।

এর পরের ধাপে নিজের এলাকার পিন কোড দিতে হবে। এরপর সংস্থার টার্মস, কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি ক্রেতার সামনে আসবে। তাতে সম্মতি জানানোর পর “রিজার্ভ” বাটনে ক্লিক করতে হবে। এরপর ফোন নাম্বার চাওয়া হবে। এরপর প্রদত্ত ফোন নম্বরে একটি ওটিপি ঢুকবে। সেটি দিয়ে লগ-ইন করলে বুকিং পেজটি খুলে যাবে।

এরপর “কন্টিনিউ” বাটনে ক্লিক করে টেস্ট রাইডের জন্য ধার্য অর্থ অনলাইনে প্রদান করতে হবে গ্রাহকদের। পেমেন্ট সফল হলে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে। আবার রসিদটি কোনোভাবে হারিয়ে গেলে ‘ভিউ রিসিপ্ট’ বাটনে ক্লিক করেও পরবর্তীতে ডাউনলোড করা যাবে এটি। এরপর যখনই পারচেস উইন্ডো খোলা হবে, গ্রাহকদের নোটিফিকেশন দিয়ে জানাবে ওলা ইলেকট্রিক।

Tags:    

Similar News