Lionel Messi Car Collection: আকাশ-বাতাস শুধু মেসিময়, চলুন ফুটবলের বরপুত্রের গ্যারেজে ঢুঁ মারা যাক

By :  techgup
Update: 2022-12-20 11:40 GMT

সদ্য শেষ হয়েছে ২০২২-র কাতার ফুটবল ওয়ার্ল্ড কাপ। গত ১৮ই ডিসেম্বর সেখানকার লুসেল স্টেডিয়ামে ফ্রান্স ও আর্জেন্টিনা মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। ২০১৪ সালের ফাইনালের মধুর প্রতিশোধ নিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি লিওনেল মেসির অধিনায়কত্বে খেলা আর্জেন্টিনা দল। রুদ্ধশ্বাস হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে অবশ্য ফুটবল দেবতার বরমাল্য জোটে "এলএম-টেন" এর ভাগ্যেই। তবে জানেন কি ৩৪ বছর বয়সেই এই আর্জেন্টিনিও ফুটবলারের বিলাসবহুল গাড়ি প্রেমের কাহিনী!

এবারের ফুটবল বিশ্বকাপে সাত ম্যাচে ৭ গোল দিয়ে গোল্ডেন বলের মালিক লিওনেল মেসি কিন্তু ফ্রান্সের জনপ্রিয় ফুটবল ক্লাব পিএসজি (PSG)-এর দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। প্রথম স্থানে রয়েছে তারই সতীর্থ এবং ফরাসি জাতীয় দলের অধিনায়ক কাইলিন এমবাপে। আর কথা না বাড়িয়ে এবার উঁকি দেওয়া যাক ফুটবলের বরপুত্রে গাড়ির গ্যালারিতে।

Ferrari F430 Spider

বেশিরভাগ নামকরা ফুটবলারদের কাছেই অন্যতম পছন্দের Ferrari F430 Spider গাডিটিতে রয়েছে ৪.৩ লিটারের V8 ইঞ্জিন যা সর্বোচ্চ ৪৭৬ বিএইচপি এবং ৪৬৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩১১ কিমি হওয়ার ফলে মাত্র ৪.১ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে সক্ষম। ইতালিয় এই সুপার কারের বাজার দর ২.১০ কোটি টাকা।

Pagani Zonda Tricolore

পাশাপশি মেসির গ্যারেজে ইতালির এই এক্সোটিক সুপারকার Pagani Zonda মডেলটির Tricolore এডিশনের দেখা মিলবে। এই গাড়িটিকে চলার শক্তি যোগায় ৬৫১ বিএইচপি শক্তি এবং ৭৭৯ এনএম টর্ক উৎপাদনকারী ৭.৩ লিটারের V12 ইঞ্জিন। অত্যন্ত দ্রুতগামী এই স্পোর্টস কারের দাম ভারতীয় মুদ্রায় ১৬.৫ কোটি টাকা।

Maserati Granturismo MC Stradale

সাতবারের ব্যালন ডিওর বিজেতা লিওনেল মেসির পছন্দের গাড়ির ঝুলিতে রয়েছে গতি এবং আভিজাত্যের শেষ ঠিকানা Maserati Granturismo MC Stradale মডেলটি। এই সুপারকারে ব্যবহার করা হয়েছে ৪.৭ লিটারের V8 ইঞ্জিন যা থেকে ৪৪৪ বিএইচপি শক্তি এবং ৫১০ এনএম টর্ক জেনেরেট হয়। এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ২৮৯ কিমি। সম্পূর্ণ স্থিতাবস্থা থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে এর সময় লাগে মাত্র ৪.৯ সেকেন্ড। Maserati-এর জনপ্রিয় এই গাড়িটির দাম ২.৫১ কোটি টাকা।

Mercedes SLS AMG

হাই প্রোফাইল তারকাদের গ্যারেজে মার্সিডিস থাকবে না তা কি করে হয়! ফুটবলের রাজপুত্রের আশীর্বাদধন্য লিওনেল মেসি একবার পুরস্কার হিসেবে পেয়েছিলেন এই Mercedes SLS AMG গাড়িটি। এখানে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত ৬.২ লিটারের পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে উৎপাদিত পাওয়ার ও টর্ক আউটপুট যথাক্রমে ৫৬৩ বিএইচপি ও ৬৫০ এনএম। ২.৫৪ কোটি টাকা দামের মার্সিডিসের এই গাড়িটি মেসির কালেকশনে থাকা অন্যতম শৌখিন একটি মডেল। সর্বোচ্চ ৩১৭ কিমি/ঘণ্টা বেগে ছোটার ক্ষমতা রয়েছে এর।

Range Rover

আর্জেন্টিনার এই ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়ের কাছে রয়েছে Range Rover-এর একটি Sport ও একটি Vogue মডেলের গাড়ি। স্পোর্ট লাক্সারি এসইউভি মডেলটিতে চালিকাশক্তি যোগায় ৩.০ লিটারের ডিজেল ইঞ্জিন যা থেকে ৩৪৫ বিএইচপি সর্বাধিক শক্তি এবং ৭০০ এনএম টর্ক উৎপন্ন হয়। মাত্র ৫.৯ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করার সক্ষমতাযুক্ত এই মডেলটির টপ স্পিড ২৩৪ কিমি/ঘণ্টা।

অন্যদিকে Vogue মডেলটিতে রয়েছে ৩.০ লিটারের পেট্রোল চালিত অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিন। এক্ষেত্রে ব্যবহৃত ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক যথাক্রমে ৩৯৪ বিএইচপি এবং ৫৫০ এনএম। সর্বোচ্চ ২২৫ কিমি/ঘণ্টা গতিবেগে ছুটতে পারা এই গাড়িটি মাত্র ৬.৫ সেকেন্ডে ১০০কিমি/ঘণ্টা গতিবেগ অর্জন করতে পারে।

Tags:    

Similar News