মন জয় করে নিয়েছে ভারতীয় ক্রেতাদের, মেড ইন ইন্ডিয়া Volkswagen Virtus লঞ্চ হল উত্তর আমেরিকায়

By :  SUMAN
Update: 2022-09-06 08:45 GMT

ভারতে তৈরি আরও এক বিলাসবহুল গাড়ি এবারে বিদেশের বাজারে পা রাখলো। প্রখ্যাত জার্মান গাড়ি নির্মাতা ফোক্সভাগেন (Volkswagen) ভারতীয় ক্রেতাদের মন জিতে নেওয়া Virtus কম্প্যাক্ট সেডান এবার উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর বাজারে লঞ্চ করেছে। উল্লেখ্য, Volkswagen Virtus তিন মাস আগেই ভারতের বাজারে হাজির‌ হয়েছে। এদেশে গাড়িটির জনপ্রিয়তা দেখে, বিদেশের বাজারেও তার পুনরাবৃত্তির আশা করছে সংস্থাটি। উল্লেখ্য, ভারতে নির্মিত Taigun মডেলটিও সে দেশে লঞ্চ হয়েছে। তবে সেখানে নাম বদলে T-Cross হিসাবে বিক্রি হয়।

ফোক্সভাগেন এখনও পর্যন্ত ৫,০০০টি Virtus ভারতে ডেলিভারি দিয়েছে। মেক্সিকোতে গাড়িটির এন্ট্রি লেভেল ট্রিমের দাম ৩,২৪,৯৯০ মেক্সিকান পেসো রাখা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা। আর হাইলাইন ভ্যারিয়েন্টটির মূল্য ৪,১৯,৯৯০ মেক্সিকান পেসোস ধার্য করা হয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬.৮০ লক্ষ। ঘটনাচক্রে, এদেশে Virtus-এর অন-রোড দাম ১৩ লাখের আশেপাশে।

ভারতে কম্প্যাক্ট সেডান মডেলটি দুটি ইঞ্জিনের বিকল্পে অফার করা হয়। এর ১.০ লিটার থ্রি-সিলিন্ডার, টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিনটি থেকে ১১৩ বিএইচপি শক্তি এবং ১৭৮ এনএম টর্ক উৎপন্ন হয়। এবং ১.৫ লিটার ফোর-সিলিন্ডার পেট্রোল মিল থেকে ১৪৮ বিএইচপি এবং ২৫০ এনএম আউটপুট পাওয়া যায়। প্রথম মডেলটির সাথে সংযুক্ত ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স। দ্বিতীয় ইঞ্জিনটি একটি ৭-স্পিড ডিএসজি অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়।

ডিজাইনের প্রসঙ্গে বললে, Virtus-এর মেক্সিকান ভার্সনের হেডল্যাম্পটি ভারতে উপলব্ধ মডেলের থেকে সামান্য আলাদা। এর ফিচার্সের তালিকায় একটি ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, যা ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো দ্বারা স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে। এছাড়া একটি ওয়্যারলেস ফোন চার্জার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার এয়ার-কন ভেন্টস, এবং একটি ইলেকট্রিক সানরুফ উপলব্ধ এতে। Virtus-এর ৫২১ লিটারের বুট স্পেস, সেকেন্ড রো সিট ভাঁজ করে ১,০৫০ লিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

Tags:    

Similar News