কাল ইলেকট্রিক ভার্সন আসার আগে বিপুল ছাড়, কত টাকা সস্তা হল Mahindra Thar

By :  SUMAN
Update: 2023-08-14 07:45 GMT

হার্ডকোর অফ-রোড এসইউভি নির্মাতা হিসেবে ভারতের বাজারে দেশীয় সংস্থা মাহিন্দ্রার (Mahindra) যে সুনাম, তার সিংহভাগ কৃতিত্ব অবশ্যই ল্যাডার অন ফ্রেমের উপর তৈরি Thar এর দৌলতে। এমন জনপ্রিয় এসইউভি মডেলের চাহিদা আকাশ ছোঁয়া হবে সেটাই স্বাভাবিক। এই মুহূর্তে দাঁড়িয়ে মাহিন্দ্রা থারের চাবি হাতে পেতে আপনাকে অপেক্ষা করতে হবে বেশ কয়েক মাস। আবার আগামী বছর এসইউভিটির ফাইভ ডোর ভার্সন আসছে। তবে সবচেয়ে বড় চমক Thar.e। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামীকাল এই নামেই উন্মোচিত হবে থারের ইলেকট্রিক ভার্সন। তার আগে গাড়িটির জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করেছে সংস্থা।

Mahindr Thar কত টাকা ডিসকাউন্টে মিলছে

বর্তমানে বাজারে মাহিন্দ্রা থার দুই ধরনের ড্রাইভিং প্রযুক্তিতে কিনতে পাওয়া যায়। একটি ফোর হুইল ড্রাইভ(4WD) আর অন্যটি রিয়ার হুইল ড্রাইভ(RWD)। জানা গিয়েছে, এসইউভিটির পেট্রোল এবং ডিজেল ফোর হুইল ড্রাইভ ভার্সনে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে কয়েক মাস আগেই লঞ্চ হওয়া মাহিন্দ্রা থার রিয়ার হুইল ড্রাইভ ভার্সনটি অফারের আওতার বাইরেই রাখা হয়েছে।

রিয়ার হুইল ড্রাইভ অপশন চালু হওয়ার পর থেকে থার এর দাম ১০.৫৪ লাখ টাকা (এক্স শোরুম) থেকে শুরু হচ্ছে। আর টপ মডেলের এক্স শোরুম মূল্য ১৬.৭৭ লাখ টাকা। ফোর হুইল ড্রাইভ রয়েছে ১২৮ এইচপি ক্ষমতা উৎপাদনকারী ২.২ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন এবং ১৫০ হর্সপাওয়ারের ২.০ লিটারের mStallion টার্বো পেট্রল ইঞ্জিনে বেছে নেওয়া যায়। অন্যদিকে রিয়ার হুইল ড্রাইভ মডেলে এর তুলনায় ছোট ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার ক্ষমতা ১১৭ এইচপি।

প্রসঙ্গত, আগামী ১৫ ই আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে মাহিন্দ্রা তার এই হার্ডকোর অফ-রোড এসইউভি গাড়ির ইলেকট্রিক ভার্সনের উপর থেকে পর্দা সরাতে চলেছে। Thar.e মূলত সেদিন কনসেপ্ট ভার্সনে উন্মোচিত হবে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির জন্য মাহিন্দ্রা যে INGLO প্ল্যাটফর্ম তৈরি করেছে তার উপর ভিত্তি করেই তৈরি হবে Thar.e। এছাড়া, গাড়িটির সম্পর্কে বিশদ তথ্য আগামীকালই জানতে পারা যাবে।

Tags:    

Similar News