উৎসবের মরসুম উপলক্ষে মারুতির এই গাড়িতে লাখ টাকার উপরে ছাড়, অফার আর কতদিন

By :  techgup
Update: 2023-11-01 13:53 GMT

যদি বলা হয় ভারতের সেরা অফ-রোড এসইউভি কোনটি? তাহলে ১০০ জনের মধ্যে অন্তত ৯০ জনের ভোট থাকবে Mahindra Thar-এর দিকে। কয়েক মাস আগেই মাহিন্দ্রা থারের জনপ্রিয়তা আরও বাড়াতে লঞ্চ হয়েছে টু-হুইল ড্রাইভ ভার্সন। তবে থারের জনপ্রিয়তায় ভাগ বসাতে Maruti Suzuki লঞ্চ করেছে Jimny। গত জানুয়ারিতে অটো এক্সপো ইভেন্টে আত্মপ্রকাশ করা মারুতি সুজুকি জিমনি এখনও পর্যন্ত ভারতের একমাত্র পাঁচ দরজা বিশিষ্ট অফ রোড এসইউভি। যদিও প্রধান প্রতিদ্বন্দ্বী মাহিন্দ্রা থারের তুলনায় চেহারা এবং সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে খানিক পিছিয়ে জিমনি। যার সরাসরি প্রভাব পড়েছে গাড়িটির বিক্রিতে। সেই কারণে ফাইভ ডোর জিমনির উপর বড় ডিসকাউন্ট অফার করছে মারুতি।

Maruti Suzuki Jimny-তে লাখের বেশি ডিসকাউন্ট

মাহিন্দ্রা থারের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেশের বাজারে আত্মপ্রকাশ করলেও প্রত্যাশামতো গ্রাহকের মনের কাছে পৌঁছাতে পারেনি মারুতি সুজুকির এই লাইফ স্টাইল এসইউভি। প্রতি মাসের বিক্রির সংখ্যা যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে সংস্থার কপালে। সেই কারণেই বিক্রিতে জোয়ার আনতে ফেস্টিভ সিজন উপলক্ষে বিশাল ছাড় দিচ্ছে কিছু ডিলার।

কারওয়ালের রিপোর্ট অনুযায়ী মারুতি সুজুকি জিমনি এর Zeta ট্রিম অক্টোবরে ৫০,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড়, ৩২,০০০ টাকার স্পেশাল ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাস হিসাবে আরও অতিরিক্ত ৫০,০০০ টাকা ইনসেনন্টিভের সাথে উপলব্ধ। অটোমেটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশন উভয় মডেলেই এই অফার। অন্যদিকে গাড়িটির Alpha ট্রিমে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস ও ৪৫০০০ টাকার স্পেশাল ডিসকাউন্ট আছে। আসন্ন দীপাবলির কথা মাথায় রেখে অফারের মেয়াদ বাড়বে বলেই আশা করা যায়। বলা বাহুল্য, সব ডিলারশিপে এই সব বেনিফিট নাও মিলতে পারে।

উল্লেখ্য, মারুতি সুজুকি জিমনির ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১০৩ এইচপি এবং ১৩৪ এনএম টর্ক উৎপাদিত হয় এটিই ভারতের সবচেয়ে সস্তা ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি সম্বলিত গাড়ি। মারুতি সুজুকি জিমনির বেস মডেলের দাম শুরু হচ্ছে ১২.৭৪ লাখ টাকা থেকে। স্পেশ্যাল ফিচার্সের মধ্যে রয়েছে টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়ারলেস অ্যাপল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো, এবং ইলেকট্রিক সানরুফ সহ অনেক কিছু।

Tags:    

Similar News