Scorpio N Pickup: বাজার কাঁপাবে স্করপিও-র নবরূপ, স্বাধীনতা দিবসে Mahindra-র বড় চমক

By :  SUMAN
Update: 2023-07-31 05:53 GMT

মাহিন্দ্রা (Mahindra) আনতে চলেছে নতুন পিক-আপ ট্রাক। তার একটি টিজার ভিডিও প্রকাশ করেছে তারা। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গাড়িটির কনসেপ্ট ভার্সনের উপর থেকে পর্দা সরানোর হবে বলে টিজারে বলা হয়েছে। অনুমান, এটি সংস্থার Mahindra Scorpio N প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। আবার তাদের আসন্ন পাঁচ দরজার Thar-ও এই একই আর্কিটেকচারে তৈরি হবে। এই পিক-আপ ট্রাকটি ছাড়াও ওইদিন আরও একাধিক মডেলের ঝলক দেখানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Mahindra Scorpio N বেসড পিক-আপ ট্রাক আসছে

আসন্ন পিক-আপ ট্রাকটির কোডনেম Z121। স্ট্যান্ডার্ড Scorpio N SUV-র তুলনায় হুইলবেস দীর্ঘ হবে। ফলে এতে বড় কার্গোডেক-এর সুবিধা মিলবে। উল্লেখ্য, Mahindra Scorpio Classic-এর উপর ভিত্তি করে আসা Gateway-র হুইলবেস ২,৬০০ মিমি। যেখানে Scorpio N এর পিক-আপ ভার্সনের হুইলবেস হবে ৩,০০০ মিমি। ফলে একটি বড় কার্গোডেক অনায়াসে প্রতিস্থাপন করা যাবে।

https://twitter.com/Mahindra_Auto/status/1685220252257550336?t=O4csXWD2rbkfkANACyi2cA&s=19

মাহিন্দ্রা তাদের আসন্ন পিক-আপ ট্রাক কনসেপ্টের কোনও ছবি বা তথ্য এখনও প্রকাশ করেনি। তবে টিজার দেখে ধারণা করা হচ্ছে যে, দুর্গম রাস্তাতেও এটি বিক্রমের সঙ্গে চলতে পারবে। ভিডিয়োতে ডবল ক্যাব বডি স্টাইল, রাগেড লুকিং ফ্রন্ট গ্রিল, ও অফ-রোডের জন্য বড় হুইল যুক্ত টায়ার দেখতে পাওয়া গিয়েছে।

আশা করা হচ্ছে, Mahindra Scorpio N পিক-আপ ট্রাকের প্রোডাকশন ভার্সন ২০২৫-এ বাজারে হাজির করা হবে। এটি সম্ভবত সিঙ্গেল এবং ডবল ক্যাব – উভয় বডি স্টাইলে আসবে। পাওয়ারট্রেন হিসেবে এতে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের বিকল্প থাকছে। আবার ম্যানুয়াল এবং অটোমেটিক – দুই ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যাবে গাড়িটি। মাহিন্দ্রা তাদের পিক-আপ ট্রাকে টু হুইল ড্রাইভ এবং ফোর হুইল ড্রাইভ – উভয় ভার্সনে হাজির করবে। তবে আসন্ন মডেলটি Scorpio পিক-আপের জায়গা দখল করবে নাকি, স্বতন্ত্র মডেল হিসাবে বিক্রি করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Tags:    

Similar News