Mahindra EV: ঘুম ছুটবে টাটাদের, দমদার গাড়ি এনে বাজার মাত করতে চলেছে মাহিন্দ্রা
নতুন বছর শুরু হতেই মাহিন্দ্রা (Mahindra) বৈদ্যুতিক গাড়ির নতুন অভিযান শুরু করেছে। ক'দিন আগেই XUV400 Pro লঞ্চ করেছে সংস্থা। তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে ডিসেম্বরে সংস্থার আরেকটি নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে আসবে। মাহিন্দ্রার কারখানার ভেতর থেকে গাড়িটির প্রোডাকশন রেডি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এটির নাম XUV.e8। আর গাড়িটি আদতে XUV700-এর ইলেকট্রিক ভার্সন।
Mahindra XUV.e8-এর দেখা মিলল
সংস্থার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক গাড়িটির ছবি ফাঁস হয়েছে। যার সঙ্গে XUV.e8 প্রোটোটাইপ মডেলের প্রচুর মিল রয়েছে। পরিবর্তন বলতে ভিন্ন ডিজাইনের অ্যালয় হুইল চোখে পড়েছে, যা আরও এরোডিনামিক করতে সহায়তা করেছে। ছবিতে পেছনের অংশটি দেখা যায়নি। তবে সামনের খুঁটিনাটি নকশাও সুস্পষ্ট। ফ্রন্ট বাম্পারে নতুন ডিজাইন দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে নয়া এয়ার ড্যাম।
XUV.e8 হতে চলেছে সংস্থার নতুন INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা প্রথম ইলেকট্রিক ভেহিকেল। এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪,৭৪০ মিমি, ১,৯০০ মিমি ও ১,৭৬০ মিমি। গাড়িটির হুইলবেস ২,৭৬২ মিমি। এ বছর ডিসেম্বরে বাজারে লঞ্চ হতে পারে Mahindra XUV.e8। এই প্ল্যাটফর্মটি ৪.৩ মিটার থেকে ৫ মিটার মাপের গাড়ি প্রস্তুত করতে সক্ষম। গাড়িটির কোনা ঘেঁষে রয়েছে চারটি চাকা। ফ্লোর বোর্ডে ব্যাটারি প্যাক রাখার ব্যবস্থা আছে। গাড়িটির ফ্ল্যাট ফ্লোর ইঙ্গিত করে যে পেছনের সারিতে তিনজন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে।
আবার প্ল্যাটফর্মটি দুই ধরনের ব্যাটারি ব্যাক সমর্থন করে – Blade ও Prismatic। ব্যাটারির সক্ষমতা ৬০ থেকে ৮০ কিলোওয়াট আওয়ার। ব্যাটারিটি ১৭৫ কিলোওয়াট হারে ফাস্ট চার্জিং সমর্থন করে। ৩০ মিনিটের কম সময়ে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। আবার এতে মাহিন্দ্রা ভেহিকেল টু লোড ফাংশনালিটি অফার করতে পারে। অর্থাৎ XUV.e8-এর ব্যাটারি অন্য ইলেকট্রিক গাড়ির ব্যাটারি চার্জ করতে পারবে।