পুজোয় গাড়ি কেনার ধুম পড়বে, বিক্রি পৌঁছতে পারে রেকর্ড সংখ্যায়, জানাল Maruti Suzuki

By :  SUMAN
Update: 2023-08-14 13:15 GMT

পুজোর মরসুম সামনে৷ এই অবস্থায় বিক্রেতাদের জন্য আশার খবর শোনাল মারুতি সুজুকি (Maruti Suzuki)। দেশের বৃহত্তম যাত্রী গাড়ি নির্মাতা মনে করছে, পুজোর মরসুমে ভারতে গাড়ি বিক্রি ১০ লাখ ইউনিট টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ইউটিলিটি ভেহিকেলের বলিষ্ঠ চাহিদা অন্যতম ভূমিকা পালন করবে বলে মনে করছে তারা। ১৭ আগস্ট থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ৬৮ দিনের ধারাবাহিক উৎসবের দিনগুলিকে গাড়ি বিক্রিতে ধুম পড়বে বলেই আত্মবিশ্বাসী মারুতি।

উৎসবের মরসুমে গাড়ি বিক্রি 10 লাখ ইউনিট টপকে যেতে পারে

মারুতি সুজুকির সিনিয়র এগজিকিউটিভ অফিসার (মার্কেটিং ও সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "প্রতি বছর উৎসবের সময় যা গাড়ি বিক্রি হয় তা গোটা বছরের নিরিখে ২২-২৬ শতাংশ। এই অর্থবর্ষে প্যাসেঞ্জার ভেহিকেলের সার্বিক বেচাকেনা ৪০ লাখের ঘরে থাকবে বলে আশা করা হচ্ছে। আর পুজোর সময় বিক্রি ১০ লাখে পৌঁছাতে পারে।”

শ্রীবাস্তবের ভাষায়, এ বছর গাড়ির ভাল চাহিদা দেখে আসছে কোম্পানি। যার ধারা আগামী মাসগুলিতেও বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, “এ বছর এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ে আমরা ইতিহাসের সেরা বিক্রি দেখেছি। জুলাইয়ে সাড়ে তিন লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে, যা এখনও পর্যন্ত এক মাসে দ্বিতীয় সর্বাধিক বিক্রি। আগস্টেও বিক্রি ৩.৫ লাখের কাছাকাছি থাকার প্রত্যাশা রয়েছে।”

প্রসঙ্গত, বর্তমানে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে মারুতি সুজুকি ৪৩ শতাংশ মার্কেট শেয়ার নিজেদের দখলে রাখতে পেরেছে। বিক্রিত জোয়ার আসার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রীবাস্তব বলেন, সারা বছর নির্মাতা সংস্থাগুলির বেচাকেনার ২২-২৫% অবদান রাখে উৎসবের দিনগুলি।

Tags:    

Similar News