Maruti Suzuki: চালক ও পথচারীকে নিরাপদে রাখবে, মারুতির গাড়িতে নতুন সেফটি ফিচার
লঞ্চের পর থেকেই বাজারে ভালই জনপ্রিয় হয়েছে Maruti Suzuki Grand Vitara। মারুতির এই প্রথম হাইব্রিড গাড়িতে এবার নতুন সেফটি ফিচার যুক্ত হল। যার পোশাকি নাম – অ্যাকুস্টিক ভেহিকেল অ্যালার্টিং সিস্টেম বা অ্যাভাস (AVAS)। এটি Grand Vitara-র স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টে যুক্ত করা হয়েছে। পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে এটি সংযোজন বলে দাবি সংস্থার।
নতুন সুরক্ষা বৈশিষ্ট্য যোগ করার ফলে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারার স্ট্রং হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম ৪,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তবে মিড হাইব্রিড ভ্যারিয়েন্টের মূল্য অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে কোম্পানি।গাড়িটির হাইব্রিড ভার্সনের মূল্য এখন ১৮.২৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বাধিক ১৯.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আসুন Maruti Suzuki Grand Vitara-র অ্যাভাস ফিচারটি সম্পর্কে বিশদে জেনে নিই।
Maruti Suzuki Grand Vitara : AVAS ফাংশন
যে কোন হাইব্রিড গাড়ি যখন সম্পূর্ণ বিদ্যুতে চলে, তখন মোটর থেকে কোনরকম শব্দ নির্গত হয় না। ফলে পথচারীদের ক্ষেত্রে গাড়ি আসছে এটা বোঝা একপ্রকার অসম্ভব। এই সমস্যা দূর করতে AVAS ফিচারটি যোগ করেছে। যা খুব সামান্য কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করবে। গাড়ির মাত্র পাঁচ ফুট দূর থেকে এটি শ্রুতিগোচর হবে। ফলে পথচারীরা গাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে পারবেন। অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ফিচার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।
Maruti Suzuki Grand Vitara : স্পেসিফিকেশন ও ফিচার্স
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা ১.৫ লিটার মাইল্ড হাইব্রিড ইঞ্জিন এবং ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিনের সাথে উপলব্ধ। প্রথমটি থেকে ১০৩ পিএস শক্তি এবং ১৩৭ এনএম টর্ক পাওয়া যায়। এক লিটার তেলে ২১.১১ কিমি চলতে পারে গাড়িটি। আর ১১৪ বিএইচপি আউটপুট যুক্ত স্ট্রং হাইব্রিড ইঞ্জিন ২৭.৯৭ কিমি মাইলেজ দেয়।
ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স অপশনে উপলব্ধ গাড়িটি৷ তবে অল-হুইল ড্রাইভ কেবল ম্যানুয়াল ভার্সনেই মেলে। AVAS ছাড়াও Maruti Suzuki Grand Vitara-র রং হাইব্রিড ভার্সনের সুরক্ষা জনিত ফিচারের তালিকায় উপস্থিত – ৬টি এয়ারব্যাগ, ইএসপি, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল ডিসেন্ট কন্ট্রোল এবং ISOFIX চাইল্ড-সিট অ্যাঙ্কর।