Maruti Suzuki: পুজো কাঁপিয়ে দিল মারুতি, ভারতের ইতিহাসে সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড

By :  SUMAN
Update: 2023-11-03 11:38 GMT

গাড়ি বিক্রির নিরিখে পুজোর বাজার রীতিমতো কাঁপিয়ে দিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। অক্টোবরে সংস্থার ইতিহাসে সর্বোচ্চ গাড়ি বিক্রির রেকর্ড তৈরি হয়েছে। গত মাসে ইন্দো-জাপানি সংস্থাটি ১,৯৯,২১৭ ইউনিট গাড়ি বেচেছে। এখনও পর্যন্ত ভারতে একটি সংস্থার ক্ষেত্রে যা সর্বোচ্চ। এর মধ্যে দেশে বিক্রি ও বিদেশে রপ্তানি, দুইই রয়েছে।

অক্টোবরে Maruti Suzuki গাড়ি বিক্রিতে রেকর্ড গড়ল

২০২৩-এর অক্টোবরে মারুতি সুজুকির মোট ৫৯,১৪৭ ইউনিট ইউটিলিটি ভেহিকেল বিক্রি হয়েছে। ২০২২-এর অক্টোবরে তুলনায় যা প্রায় দ্বিগুণ (৩০,৯৭১ ইউনিট)। বর্তমানে মারুতি সুজুকির ঝুলিতে আটটি ইউটিলিটি ভেহিকেল রয়েছে – Brezza, Ertiga, Fronx, Grand Vitara, Invicto, Jimny, S-Cross ও XL6।

গত মাসে সংস্থার ৮০,৬৬২টি কম্প্যাক্ট গাড়ি বিক্রি হয়েছে। গত বছর অক্টোবরে এই সংখ্যাটি ছিল ৭৩,৬৮৫ ইউনিট। উক্ত বিভাগে Baleno, Celerio, Dzire, Ignis, Swift, Tour S ও WagonR-এর মতো জনপ্রিয় মডেল আছে সংস্থার হাতে। তবে Ciaz-এর বিক্রি ২০২২-এর অক্টোবরের (১,৮৮৪ ইউনিট) থেকে কমে গত মাসে ৬৯৫ ইউনিটে দাঁড়িয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, Alto ও S-Presso-র মত ছোট গাড়ির বিক্রি গত বছর অক্টোবরের তুলনায় কমেছে। ২০২২-এর একই সময়ে ২৪,৯৩৬টি মডেল বিক্রি হলেও, গত মাসে সেটা কমে দাঁড়িয়েছে ১৪,৫৬৮ ইউনিটে। তবে আশার আলো দেখিয়েছে গাড়ির রপ্তানি। আগের বছর অক্টোবরের (২০,৪৪৮ ইউনিট) তুলনায় গত মাসে রপ্তানি ৭% বেড়ে হয়েছে ২১,৯৫১ ইউনিট।

Tags:    

Similar News