Brezza ও Grand Vitara ব্যাপক চলছে, নতুন SUV-তে 7,000 কোটি টাকা লগ্নি করবে Maruti
ছোট গাড়ির দুনিয়ায় নিজেদের শাসন কায়েমের পর এবার বড় গাড়ি অর্থাৎ এসইউভি মার্কেটে দৃষ্টি নিক্ষেপ করেছে ভারতের বৃহত্তম যাত্রীগাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki)। সেজন্য সংস্থাটি ৭,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা করছে। নতুন এসইউভি মডেল নিয়ে আসার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও খরচ হবে এই বৃহৎ পরিমাণ অর্থ। এ বছরের শুরুতে নতুন প্রজন্মের Brezza লঞ্চের মধ্য দিয়েই সংস্থাটি তাদের নয়া লক্ষ্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল।
আবার উৎসবের মরসুম শুরু হওয়ার আগে Maruti Suzuki Grand Vitara-র লঞ্চ ছিল একটি বড় পদক্ষেপ। নয়া Brezza ও হাইব্রিড প্রযুক্তির Grand Vitara বাজারে চলছে ভালই। আগামীতে তিন সারি আসনের একটি এসইউভি মডেল লঞ্চের পরিকল্পনা করছে মারুতি। আবার সংস্থার বিনিয়োগের এই ৭,০০০ কোটি টাকা সোনিপতে নতুন কারখানা তৈরিতেও ব্যবহৃত হবে।
খারখোদাতে গড়ে উঠতে চলা কারখানাটি হবে সব এদেশের সংস্থার তৃতীয় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। আগামী তিন বছরের মধ্যে এই কারখানাটিকে সম্পূর্ণরূপে চালু করার লক্ষ্য স্থির করেছে মারুতি। এবং প্রথম পর্যায়ে বার্ষিক ২.৫ লক্ষ গাড়ি উৎপাদনের বিষয়ে আশাবাদী তারা।
বর্তমানে এদেশে প্রতি বছর ২২ লক্ষের বেশি গাড়ি উৎপাদন করে মারুতি। তাদের হরিয়ানার মানেসার এবং গ্রুরুগ্রামের কারখানা থেকেই বছরে ১৫.৫ লক্ষ গাড়ি তৈরি হয়ে বেরোয়। এই প্রসঙ্গে মারুতি সুজুকির চিফ ফিন্যান্সিয়াল অফিসার অজয়ের শেঠ বলেন, “আগামীতে কোম্পানি এসইউভি সেগমেন্টে নেতৃত্ব দিতে নিজেদের পোর্টফোলিওতে এর সংখ্যা বাড়াবে।”
প্রসঙ্গত, বিগত কয়েক মাস মারুতি সুজুকির উৎপাদনে সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতা ব্যাঘাত সৃষ্টি করেছিল। এ বছর সেই কারণে ৩৫,০০০ গাড়ির উৎপাদন কম হয়েছে সংস্থার। এদিকে বর্তমানে সংস্থার ঘরে ডেলিভারি না করতে পারা বুকিংয়ের সংখ্যা বাড়তে বাড়তে ৪.১২ লক্ষতে পৌঁছেছে। এর মধ্যে Brezza ও Grand Vitara-র বুকিং সংখ্যা প্রায় ১.৩ লক্ষ।