Most Popular Cars: কিনলে ঠকবেন না, ভারতে সবচেয়ে জনপ্রিয় গাড়ি কোনগুলো জানেন
ভারতীয় প্যাসেঞ্জার ভেহিকেলের বাজার ক্রমাগত প্রসারিত হয়ে চলেছে। হরেক সেগমেন্টে প্রায় সময়ই কোন না কোন নতুন গাড়ি এ দেশের বাজারে পা রাখছে। তাই বলে যে প্রতিটি মডেল সমান জনপ্রিয়তা পাচ্ছে, তেমনটি একেবারেই নয়। গুটিকয়েক মডেলই সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় পথ চলার সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। এই প্রতিবেদনে দেশের বাজারে সর্বাধিক জনপ্রিয় পাঁচটি গাড়ি সম্পর্কে আলোকপাত করা হল।
Maruti Suzuki Alto
Maruti Suzuki Alto ভারতের হ্যাচব্যাক গাড়ির বাজারে এন্ট্রি-লেভেল মডেল হিসেবে নিজের ‘স্থায়ী’ পরিচিতি তৈরি করেছে। ইদানিং ফিচার সমৃদ্ধ গাড়ির আনাগোনা বাড়লেও ছিমছাম ডিজাইনের এই মডেলটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। Maruti Suzuki Alto K10-এর বর্তমান মূল্য ৩.৯৯ লক্ষ থেকে ৫.৯৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Hyundai Creta
তালিকার দ্বিতীয় স্থানে আছে কম্প্যাক্ট এসইউভি Hyundai Creta। ভারতের বাজারে এই গাড়ি অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। স্টাইলিশ ডিজাইন এবং বহুমুখী বৈশিষ্ট্যের কারণে এটি সুপরিচিত। একাধিক ইঞ্জিন ও ট্রান্সমিশনে অফার করা হয় গাড়িটি। Hyundai Creta তিনটে খরচ পড়ে ১৩.৪৮ লক্ষ থেকে ২৪.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Mahindra Thar
হালফিলে ভারতের রাস্তায় Mahindra Thar দাপিয়ে বেড়াচ্ছে। লাইফস্টাইল এসইউভি মডেলটি অফ-রোড ড্রাইভিংয়ের জন্য আদর্শ। নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এতে রয়েছে আধুনিক ফিচার্স এবং রাগেড ও আইকনিক ডিজাইনের সাথে আরামদায়ক কেবিন। এই গাড়ির বর্তমান মূল্য ১১.৩৫ লক্ষ থেকে ১৭.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Toyota Fortuner
প্রিমিয়াম হলেও এমপিভি গাড়ির দুনিয়ায় Toyota Fortuner একটি উজ্জ্বল নক্ষত্র। বলিষ্ঠ পারফর্ম্যান্স এবং লাক্সারি কমফোর্টের জন্য মডেলটির জুড়ি মেলা ভার। একই সাথে অফ-রোডিংয়ের সক্ষমতাও এতে বর্তমান। গাড়িটি কিনতে খরচ পড়ে ৩৩.৪৩ লক্ষ থেকে ৫১.৪৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Tata Safari
ভারতীয় এসইউভি মার্কেটে Tata Safari একটি লেজেন্ডারি গাড়ি। সর্বপ্রথম ১৯৯৮ সালে লঞ্চ হয়েছিল মডেলটি। অল্প দিনের মধ্যেই বাজারে সাড়া জাগাতে সক্ষম হয়েছিল। আধুনিকতার মোড়কে নয়া ভার্সনে লঞ্চ হয়েছে এটি। বর্তমান বাজারে দাম ১৬.১৯ লক্ষ থেকে ২৭.৩৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।