HomeAutomobileকেন্দ্র ভর্তুকি কমাতেই একধাক্কায় ইলেকট্রিক স্কুটারের দাম 39,000 টাকা বাড়াল Ampere

কেন্দ্র ভর্তুকি কমাতেই একধাক্কায় ইলেকট্রিক স্কুটারের দাম 39,000 টাকা বাড়াল Ampere

গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি (Greaves Electric Mobility)-এর ইলেকট্রিক স্কুটার নির্মাণকারী শাখা অ্যাম্পিয়ার ইলেকট্রিক (Ampere Electric) তাদের সমস্ত মডেলের দাম বৃদ্ধির কথা ঘোষণা করল। সর্বাধিক ৩৯,১০০ টাকা পর্যন্ত মূল্য বাড়ানো হয়েছে। ১ জুন, ২০২৩ থেকে FAME-II প্রকল্পে কেন্দ্র ভর্তুকির পরিমাণ কাটছাঁট করার প্রভাবে এই সিদ্ধান্ত তাদের। অ্যাম্পিয়ার তাদের লাইনআপের Primus, Magnus EXZeal EX স্কুটারগুলির দর বাড়িয়েছে।

Ampere Electric তাদের স্কুটারের দাম বাড়ালো

ফেম-২ প্রকল্পে ভর্তুকি ছাঁটাইয়ের পর Ampere Zeal EX-এর মূল্য ২০,৯০০ টাকা বৃদ্ধি পেয়ে এখন তা হয়েছে ৯৫,৯০০ টাকা। যেখানে Magnus EX ২১,০০০ টাকা মহার্ঘ হয়ে বর্তমানে ১.০৫ লাখ টাকায় বিক্রি করা হবে। আবার টপ-স্পেক Ampere Primus-এর দর ৩৯,১০০ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে এর বর্তমান বাজার মূল্য হয়েছে ১.৪৯ লাখ টাকা। উপরের প্রতিটি মূল্য এক্স-শোরুম প্রাইস অনুযায়ী।

ভারতের বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজারে পঞ্চম বৃহত্তম সংস্থা হিসেবে পরিচয় তৈরি করেছে অ্যাম্পিয়ার ইলেকট্রিক। প্রথম চারটি বৃহত্তম সংস্থা হল – Ola, TVS, AtherBajaj Auto। অ্যাম্পিয়ার গত মাসে মোট ৯,৬৩২ ইউনিট মডেল বিক্রি করেছে। ফলে এপ্রিলের তুলনায় বেচাকেনায় ১২ শতাংশ অগ্রগতি দেখেছে তারা। এখন মূল্যবৃদ্ধির পর বিক্রিতে কোনো প্রভাব পড়ে কিনা তাই দেখার।

প্রসঙ্গত, গ্রীভস ইলেকট্রিকের বিরুদ্ধে ফেম-২ প্রকল্পের অধীনে ফেজড ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম বা পিএমপি বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে কেন্দ্র। ভারী শিল্প মন্ত্রকের তরফে সংস্থাটির কাছে ১২৪ কোটি টাকা জরিমানা দাবি করেছে। সরকারের থেকে ক্ষতিপূরণের চিঠি পেয়ে গ্রীভস ইলেকট্রিক মোবিলিটি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তারা সরকারে অভিযোগ খতিয়ে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।

RELATED ARTICLES

Most Popular