HomeAutomobileরয়্যাল এনফিল্ডকে টক্কর, কিলার লুক ও ধাসু ফিচার্স নিয়ে লঞ্চ হল Jawa 42 Bobber Red Sheen এডিশন

রয়্যাল এনফিল্ডকে টক্কর, কিলার লুক ও ধাসু ফিচার্স নিয়ে লঞ্চ হল Jawa 42 Bobber Red Sheen এডিশন

সঙ্গী-সাথী নিয়ে নয়, বরং একা পথ চলতে ভালোবাসেন এমন বহু মানুষ রয়েছেন। প্রকৃতির সাথে একাত্ম হতেই হয়তো এমনটা পছন্দ করেন। যারা অ্যাডভেঞ্চারের নেশায় বুদ হয়ে লোটা-কম্বল গুছিয়ে দূর দূরান্তের পথে একাই বেরিয়ে পড়েন। যাকে বলা হয় ‘সোলো’ রাইডিং। এমন ক্রেতাদের জন্য ববার বাইক আদর্শ। কারণ এতে কেবলমাত্র চালকের সিট থাকে। এই ধরনের বাইকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় Jawa 42 Bobber। এবারে এই মডেলের নতুন কালার ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হল জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles)। নতুন কালার অপশনের নাম Jawa 42 Bobber Red Sheen। কিনতে খরচ পড়বে ২.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। চলুন মডেলটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jawa 42 Bobber Red Sheen ভারতে লঞ্চ হল

Jawa 42 Bobber Red Sheen নাম শুনেই বোঝা যাচ্ছে এর দেহে লালের আভা বর্তমান। ফুয়েল ট্যাঙ্কে লাল রঙ করা হয়েছে। এছাড়া বাইকটির কারিগরিতে কোন বদল ঘটানো হয়নি। ট্যাঙ্কের বাকি অংশে উপস্থিত ব্ল্যাক ক্রোম ফিনিশ। আবার রয়েছে টিউবলেস টায়ার সহ ডায়মন্ড কাট অ্যালয় হুইল।

শক্তির উৎস হিসাবে Jawa 42 Bobber Red Sheen-এ উপস্থিত স্ট্যান্ডার্ড মডেলের ৩৩৪ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২৯.৪ বিএইচপি শক্তি এবং ৩০ এনএম টর্ক উৎপন্ন হয়। গিয়ারের সংখ্যা ছয়। বাইকটির নতুন কালার অপশন লঞ্চের প্রসঙ্গে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের সিইও আশিষ সিং যোশী বলেন, “Jawa 42 Bobber বাজারে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। Red Sheen কালার ভ্যারিয়েন্ট লঞ্চের মাধ্যমে বাইকটির পরিবার সম্প্রসারিত করতে পেরে আমরা রোমাঞ্চিত।”

Jawa 42 Bobber Red Sheen-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, সেভেন স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মোনোশক, টু-স্টেপ অ্যাডজাস্টেবল সিট, ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল কনসোল এবং ফুল এলইডি লাইটিং।

প্রসঙ্গত, Jawa 42 Bobber Red Sheen লঞ্চের মাধ্যমে উঠতি প্রজন্মকে কাছে টানাই লক্ষ্য সংস্থার। বাইকটির বিদ্যমান কালার অপশনগুলির সাথে সংযোজিত হয়েছে নয়া ভ্যারিয়েন্টটি। যেগুলি হল – মুনস্টোন হোয়াইট, মিস্টিক কপার, জ্যাস্পার রেড ডুয়েল টোন এবং ব্ল্যাক মিরর। Jawa 42 Bobber-এর লোয়ার ট্রিমে রয়েছে স্পোক হুইল।

RELATED ARTICLES

আরও পড়ুন