Tata-কে টেক্কা দিতে জানুয়ারিতে আগমন Mahindra XUV400 EV-র, দাম কত হবে

Avatar

Updated on:

Mahindra XUV400 Electric SUV launch next month

২০২৩-এর প্রথম মাসেই বাজারে পা রাখতে চলেছে মাহিন্দ্রা (Mahindra)-র প্রথম এসইউভি ইলেকট্রিক গাড়ি XUV400। এটি সংস্থার আইসিই মডেল XUV300-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাজারে যার মূল প্রতিপক্ষ হল বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক এসইউভি Tata Nexon EV। মাহিন্দ্রা ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়িটির যাবতীয় স্পেসিফিকেশন প্রকাশ করেছে। লঞ্চের আগে এই প্রতিবেদনে রইল সেগুলির খুঁটিনাটি।

আমরা আগেই জেনেছি যে, মাহিন্দ্রা এক্সইউভি৪০০ একটি ৩৯.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। সিঙ্গেল চার্জে এটি ৪৫৬ কিলোমিটার পথ চলতে পারবে। ডিসি ফাস্ট চার্জারে ব্যাটারিটি ০-৮০% চার্জ হতে ৫০ মিনিট সময় নেবে। এতে থাকছে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিংক্রোনাস মোটর যার আউটপুট ১৫০ পিএস এবং সর্বোচ্চ টর্ক ৩০০ এনএম।

গাড়িটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৮.৩ সেকেন্ড সময় নেবে। সেগমেন্টের প্রথম বৈশিষ্ট্য হিসেবে এতে থাকছে ৬টি এয়ারব্যাগ, একটি ইলেকট্রিক সানরুফ, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, একটি রিয়ার পার্কিং ক্যামেরা, ৭.০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, মা মাহিন্দ্রা-র Adreno X সফ্টওয়্যার সমর্থন করে।

এছাড়া Mahindra XUV400-এর ফিচারের তালিকায় রয়েছে রিয়ার ডিস্ক ব্রেক এবং আইসোফিক্স চাইল্ড সিট। লঞ্চের সময় গাড়িটির দাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থা। আশা করা হচ্ছে এর মূল্য ১৫ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। সেদিক থেকে দেখতে গেলে গাড়িটির প্রতিপক্ষ টাটা নেক্সন ইভি-র বর্তমান বাজার মূল্য ১৪.৯৯ লক্ষ টাকা থেকে ২০.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সঙ্গে থাকুন ➥