দেশের প্রথম সংস্থা হিসাবে এক মাসে সর্বাধিক বৈদ্যুতিক স্কুটার বিক্রির রেকর্ড! চমকে দিল Ola

Avatar

Published on:

Ola Electric registers highest ever monthly sales

ওলা ইলেকট্রিক (Ola Electric) মে মাসে তাদের ই-স্কুটার বিক্রির পরিসংখ্যান সর্বসমক্ষে পেশ করল। গত মাসে দেশের প্রথম ব্র্যান্ড হিসাবে এক মাসে ৩৫ হাজারের বেশি ইলেকট্রিক স্কুটার বেচার মাধ্যমে টানা নয় মাস দেশের বৃহত্তম বৈদ্যুতিক স্কুটার নির্মাতার রাজমুকুট নিজেদের মাথায় ধরে রেখেছে সংস্থাটি। এর ফলে ভারতের ব্যাটারি পরিচালিতদুই চাকা গাড়ির বাজারে ৩০ শতাংশের বেশি শেয়ার ওলা ইলেকট্রিকের দখলে আছে।

Ola মে মাসে ভারতে ৩৫,০০০-এর বেশি ই-স্কুটার বেচল

আগের বছর মে-এর তুলনায় গত মাসের বিক্রিতে ৩০০ শতাংশ অগ্রগতি ঘটেছে ওলার। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার ভাবিশ আগরওয়াল বলেন, “ক্রেতাদের সন্তুষ্টির বিষয়ে অদম্য উৎসর্গের সাথে জুন থেকে আমরা আমাদের প্রোডাক্টের দাম সামান্য বাড়িয়েছি। সরকার ভর্তুকি কমানো সত্ত্বেও আমরা Ola S1-কে দেশের সেরা ইভি মডেল হিসেবে ধরে রাখার চেষ্টা করছি।”

জুন থেকে Ola S1 Pro-এর নতুন দাম হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা। যেখানে ১,২৯,৯৯৯ টাকা মূল্যের S1-এ আছে ৩ কিলোওয়াট ব্যাটারি। আবার ওই একই ক্ষমতার ব্যাটারি সহ S1 Air-এর নতুন দাম হয়েছে ১,০৯,৯৯৯ টাকা। জানিয়ে রাখি, সরকার ভর্তুকি কমানো সত্বেও ওলা ক্রেতাদের উপর বিশেষ চাপ সৃষ্টি করেনি। S1 Pro স্কুটারটি লঞ্চের সময় যে দামে হাজির হয়েছিল, সেই দামেই বিক্রি করার কথা জানিয়েছে ওলা‌।

বর্তমানে ওলা এদেশে নিজেদের এক্সপেরিয়েন্স সেন্টারের সম্প্রসারণে বেশ গুরুত্ব দিয়েছে। সম্প্রতি ৬০০তম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করেছে তারা। ২০২৩-এর আগস্ট এর মধ্যে ১,০০০ আউটলেট খোলার লক্ষ্যে এগোচ্ছে ওলা। আবার নিজেদের পোর্টফোলিও প্রসারিত করার ক্ষেত্রেও মনোনিবেশ করেছে সংস্থাটি। বর্তমানে তারা একটি ইলেকট্রিক বাইক এবং যাত্রীবাহী গাড়ি তৈরির কাজ চালাচ্ছে।

সঙ্গে থাকুন ➥