বড় দুর্ঘটনাতেও প্রাণ বাঁচবে, ভারতের সবচেয়ে নিরাপদ গাড়ি এখন টাটা সাফারি ও হ্যারিয়ার

Avatar

Published on:

Tata Harrier & Tata Safari Facelift Safest car India

টাটা মোটরস (Tata Motors) আজ তাদের একজোড়া এসইউভি গাড়ির নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে। এগুলি হল – Tata Harrier facelift ও Tata Safari facelift। লঞ্চের আগে মডেল জোড়া নতুন কীর্তি গড়ল। গ্লোবাল এনক্যাপ (Global NCAP)-এর থেকে ৫-স্টার রেটিং জিতে নিয়েছে। ফলে সুরক্ষিততম মডেল হিসেবে নিজেদের প্রমাণ করেছে গাড়ি দুটি। বস্তুত ভারতে নির্মিত গাড়িগুলির মধ্যে ক্র্যাশ টেস্টে সর্বাধিক নম্বর পেয়েছে।

Tata Harrier Facelift ও Tata Safari Facelift খেল দেখালো

ভারতে তৈরি এসইউভি হিসেবে হ্যারিয়ার ও সাফারি প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ৩৪-এর মধ্যে ৩৩.০৫ নম্বর পেয়ে গৌরবের সাথে উত্তীর্ণ হয়েছে। যা এখনও পর্যন্ত এদেশে কোন এসইউভি-র সর্বাধিক প্রাপ্ত নম্বর। এতদিন এই ক্ষেত্রে সর্বোচ্চ নম্বরের অধিকারী ছিল Mahindra Scorpio N (২৯.২৮ পয়েন্ট)। টাটার গাড়ি দুটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি সেফটি রেটিংয়ের দিক থেকে Volkswagen Virtus ও Skoda Slavia (২৯.৭১ পয়েন্ট)-কেও পেছনে ফেলেছে।

টাটা হ্যারিয়ার ও সাফারি ফেসলিফ্ট শিশু যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রেও দেখিয়েছে চমক। ৪৯-এর মধ্যে ৪৫ পয়েন্ট আদায় করে নিয়েছে। গাড়ি দুটির উচ্চ ক্ষমতার স্টিল দ্বারা নির্মিত। এই প্রসঙ্গে সংস্থার প্রধান পণ্য আধিকারিক মোহন সাভারকার বলেন, “আমরা গাড়ি দুটিতে বেশ কয়েকটি উচ্চশক্তির ইস্পাত, হট-স্ট্যাম্প অংশ ও ৬টি এয়ারব্যাগ যুক্ত করেছি। আবার সাইড এবং পোল পরীক্ষার জন্য কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। মূলত যাত্রী সেলকে শক্তিশালী করা হয়েছে যাতে সংঘর্ষে কোনো রকম ঝুঁকির সম্ভাবনা না থাকে।”

প্রসঙ্গত বর্তমানে টাটার সাতটি কম্বাশন ইঞ্জিন গাড়ির মধ্যে পাঁচটিই গ্লোবাল এনক্যাপ ক্র্যাশ টেস্টে ৫-তারার সুরক্ষার মানপত্র জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে হ্যাচব্যাক Tiago এবং সাব-কম্প্যাক্ট সেডান Tigor। ভারতে ব্যবসাকারী অন্য কোন সংস্থার পোর্টফোলিওতে এত সংখ্যক ৫-স্টার রেটিং প্রাপ্ত মডেল নেই বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥