বাজারে আসছে নতুন ইভি টু-হুইলার ব্র্যান্ড Ferrato, শীঘ্রই লঞ্চ করবে তিনটি ই-বাইক

By :  SUMAN
Update: 2024-03-19 05:18 GMT

ভারতের প্রসিদ্ধ ইলেকট্রিক টু হুইলার নির্মাতা ওকায়া ইভি (Okaya EV) একটি নতুন প্রিমিয়াম সাব-ব্র্যান্ড চালুর কথা ঘোষণা করল। যার নাম রাখা হয়েছে ফেরাটো (Ferrato)। এই নতুন ব্র্যান্ডের আওতায় প্রিমিয়াম ইলেকট্রিক মডেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওকায়া। তিনটি ইলেকট্রিক মোটরসাইকেল এবং একটি ই-স্কুটার লঞ্চের কথাও জানানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যেই সেগুলি বাজারে আসতে চলছে।

Okaya EV লঞ্চ করল Ferrato প্রিমিয়াম ইভি টু-হুইলার ব্র্যান্ড

এদেশে স্বতন্ত্রভাবে নিজের ডিলারশিপ নেটওয়ার্ক তৈরি করবে ফেরাটো। তাই অনুমান করা হচ্ছে, ওকায়া ইভি-র তুলনায় নতুন কোম্পানিটির পরিষেবা আরও উন্নততর হবে। এদেশে ফেরাটোর ১০০-র বেশি শোরুম খোলার পথে এগোচ্ছে সংস্থা।

নতুন সাব-ব্র্যান্ড লঞ্চের প্রসঙ্গে ওকায়া ইভির ম্যানেজিং ডিরেক্টর ডঃ অনশুল গুপ্তা বলেন, “ক্রেতাদের প্রিমিয়াম ইলেকট্রিক টু হুইলারের অভিজ্ঞতা প্রদান করতেই Ferrato প্রতিষ্ঠা করা হয়েছে। Okaya EV-র জন্য যা একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আমরা দীর্ঘস্থায়ী পরিবহণ ব্যবস্থার দিকে এগিয়ে চলেছি। Ferrato-র একশোর বেশি পার্টনার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছি আমরা।”

প্রসঙ্গত, বর্তমানে ওকায়া ইভি সাতটি ভিন্ন ইলেকট্রিক স্কুটার বিক্রি করে। সংস্থার পোর্টফোলিও'তে রয়েছে – Freedum, Faast F2F, Faast F3, Motofaast, Faast F2B, ClassicIQ+, Faast F2T এবং Faast F4। তাদের লেটেস্ট মডেলটি হচ্ছে Motofaast। দাম ১,৩৬,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। স্কুটারটির ৩.৫৩ কিলোওয়াট আওয়ার LPF ব্যাটারি থেকে সর্বোচ্চ ১১০-১৩০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি করা হয়েছে। ইকো, সিটি এবং স্পোর্টস – এই তিন রাইডিং মোড উপস্থিত এতে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার।

Tags:    

Similar News