Ola-র প্রথম ইলেকট্রিক গাড়ির দাম কত হবে? ফাঁস করলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল

By :  SUMAN
Update: 2022-08-16 07:17 GMT

বিগত কয়েক মাস ব্যাপী ভারতের বহুল চর্চিত ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর বৈদ্যুতিক গাড়ি বাজারে আনা নিয়ে বিভিন্ন সংবাদ সামনে এসেছে। রহস্য বজায় রেখে ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal) বিভিন্ন সময়ে টুইটের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে তুলেছেন । অবশেষে গতকাল সকল জল্পনার অবসান ঘটিয়ে ওলার কর্ণধার তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক দেখিয়েছেন। এই প্রসঙ্গে ভাবিশ সংবাদ মাধ্যমকে জানান, এটি আগামী ২০২৪-এ বাজারে লঞ্চ করা হবে। তিনি আরও বলেন, গাড়িটি প্রিমিয়াম সেগমেন্ট আসবে। দাম ৫০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। যা শুনে অনেকের চোখ কপালে উঠছে!

এদিন ভাবিশ জানান, গাড়িটি আগামী কয়েক মাসের মধ্যে সশরীরে সমগ্র বিশ্বের সামনে উপস্থাপন করা হতে পারে । সংস্থার লক্ষ্য নিজেদের ঝুলিতে বৈদ্যুতিক গাড়ির সম্ভার বৃদ্ধি। ১-৫০ লক্ষ টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে বৈদ্যুতিক যানবাহন বাজারে ছাড়া হবে‌। প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি লঞ্চের পাশাপাশি একটি এন্ট্রি-লেভেল মডেলও পরবর্তীতে লঞ্চ হবে। যার দাম মধ্যবিত্তের নাগালের মধ্যেই রাখা হবে বলে আশা করা যায়। যদিও ওলা তাদের ইলেকট্রিক গাড়ির প্রসঙ্গে বেশি কিছু খোলসা করেনি।

২০২৪-এ লঞ্চের পর ওলা তার দুই থেকে তিন বছরের মধ্যে তাদের ইলেকট্রিক গাড়ির উৎপাদন বাড়িয়ে বার্ষিক ১০ লক্ষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সংস্থার দাবি তাদের প্রথম ইলেকট্রিক কার পুরোপুরি চার্জে ৫০০ কিমি (ট্রু রেঞ্জ নয়) পথ চলতে পারবে। এছাড়াও বলা হয়েছে, ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৪ সেকেন্ডে তুলতে সক্ষম হবে সেটি। আবার প্রতিপক্ষ সংস্থার গাড়িকে প্রতিযোগিতায় ফেলতে তার ড্র্যাগ কো-এফিশিয়েন্সি ২১-এর কম হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি হল Tata Nexon EV। সম্পূর্ণ চার্জে এটি বাস্তবে ২৫০ কিমি পর্যন্ত চলতে পারে। এটি ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে ৯.৪ সেকেন্ড সময় নেয়। ওলার দাবি যদি সত্যি হয়, সে ক্ষেত্রে তাদের আসন্ন মডেলটি যে টাটার অন্দরে ভয় ধরাবে, তা টের পাওয়া যাচ্ছে।

টিজার ভিডিয়ো দেখে মনে করা হচ্ছে, ওলার ইলেকট্রিক গাড়ির ডিজাইন কুপ স্টাইলেয হবে। এতে পপ আউট দরজা, ফুল এলইডি লাইটিং প্যাকেজ এবং ‘ফাস্টব্যাক’ স্টাইলের গ্লাস রুফ থাকছে। ই-স্কুটারের মতো ওলার ইলেকট্রিক গাড়ি মুভ অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হবে। এতে অ্যাসিস্টেড ড্রাইভিং সিস্টেম থাকবে। অর্থাৎ এটি টেসলার মতো অটোপাইলট মোডে চলতে সক্ষম হবে। আবার গাড়িতে কোনও চাবি বা হ্যান্ডেল থাকবে না।

Tags:    

Similar News