Ola Electric Car: এক চার্জে 500 কিমির বেশি, 4 সেকেন্ডে 100 কিমি গতি, বাজার কাঁপাতে আসছে ওলার বৈদ্যুতিক গাড়ি

By :  techgup
Update: 2022-08-15 09:34 GMT

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বড় ঘোষণা করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। দেশের অন্যতম উচ্চাভিলাশী EV প্রকল্প হিসাবে অভিহিত করে সংস্থাটি জানাল, তাদের প্রথম বৈদ্যুতিক চার চাকা গাড়ি ২০২৪ সালে মার্কেটে লঞ্চ করা হবে। ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়ালের দাবি, এখনও পর্যন্ত ভারতে নির্মিত সবচেয়ে স্টাইলিশ গাড়ি হবে এটি।

যদিও গাড়িটির নাম বা স্পষ্ট ছবি প্রকাশ করেনি ওলা। তবে ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে, এতে চার দরজা ও প্রিমিয়াম ডিজাইন থাকবে। বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়িটির ছাদ কাঁচ দিয়ে তৈরি হবে। বডিতে স্মুথ এরোডায়নামিক নকশা থাকবে। ড্রাগ কো-এফিশিয়েন্সি ২১-এর কম বলে দাবি করা হয়েছে, যা এই সেগমেন্টে সেরা।

ই-স্কুটারের মতো ওলার ইলেকট্রিক গাড়ি মুভ অপারেটিং সিস্টেম-সহ আসবে। পাবে অ্যাসিস্টেড ড্রাইভিং সিস্টেম। অর্থাৎ এতে টেসলার মতো অটোপাইলট বৈশিষ্ট্য থাকবে গাড়িতে কোনও চাবি বা হ্যান্ডেল থাকবে না। পুরোটাই হয়ত স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে রেঞ্জ নিয়ে বড়সড় দাবি করেছে ওলা৷ ভাবিশ বলেছেন, এক চার্জে ৫০০ কিলোমিটারের বেশি পাড়ি দেবে তাদের ব্যাটারিচালিত গাড়ি। তবে এটা বাস্তবিক রেঞ্জ কিনা, তা জানা যায়নি।

গতিও অতুলনীয় হবে ওলার আপকামিং ইলেকট্রিক গাড়ি। টপ স্পিড সম্পর্কে তথ্য প্রকাশ হয়নি। তবে জানানো হয়েছে, ০-১০০ কিমি গতি তুলতে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। সে ক্ষেত্রে ভারতের দ্রুততম বৈদ্যুতিক গাড়ির তকমা পেতে পারে এটি। আপাতত এতটুকঠ তথ্যই সামনে এনেছে ওলা। উল্লেখ্য, আজ বৈদ্যুতিক গাড়ির ইকোসিস্টেম তৈরির রূপরেখা স্পষ্ট করেছে সংস্থা।

যেমন সামনের বছরের মাঝামাঝি সময় থেকে ভারতের মাটিতেই লিথিয়াম আয়ন ব্যাটারি সেল তৈরি করবে ওলা। যা উৎপাদন খরচকে অনেকটাই কমিয়ে আনবে। ফলে দু'চাকা হোক বা চার চাকা, বৈদ্যুতিক গাড়ির দাম সস্তা রাখা সম্ভব হবে এছাড়া, দিওয়ালির আগে ১০০টি হাইপারচার্জার বসাবে ওলা। যেখানে তাদের ই-স্কুটার দ্রুত চার্জ হয়ে যাবে।

Tags:    

Similar News