বাড়ছে শক্তি, পারফরম্যান্স হবে দমদার, Ola-র সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার নিয়ে বড় খবর
আগামী মাস অর্থাৎ জুলাই থেকে ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের সবচেয়ে সস্তা মডেল S1 Air এর ডেলিভারি শুরু করতে চলেছে। ঠিক তার আগে স্কুটারটি সম্পর্কে চমকপ্রদ ঘোষণা করল সংস্থা। ওলা জানিয়েছে, তাদের এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্কুটারে নতুন এবং বড় ৪.৫ কিলোওয়াট হাব মোটর যুক্ত করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে ইতিমধ্যেই S1 Air-এর স্পেসিফিকেশন আপডেট থাকতে দেখা গিয়েছে।
Ola S1 Air বড় ও শক্তিশালী মোটর পেতে চলেছে
লঞ্চের সময় Ola S1 Air ই-স্কুটারে দেওয়া হয়েছিল একটি ২.৭ কিলোওয়াট মোটর। কিন্তু এবারে তার বদলে আরও পাওয়ারফুল ৪.৫ কিলোওয়াট মোটর যুক্ত করার কথা ঘোষণা করল ওলা। তবে সংস্থার ওয়েবসাইটে মডেলটির স্পেসিফিকেশন দেখে অনুমান করা হচ্ছে, স্কুটারটি উভয় ইলেকট্রিক মোটরের বিকল্পে উপলব্ধ হবে।
প্রসঙ্গত, ওলা এস১ এয়ার থেকে ২ ও ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক অপশনের বিলোপ ঘটানো হয়েছে। এখন স্কুটারটি কেবল ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সমেত কেনা যায়। এদিকে বড় মোটর অফার করার ফলে দাম সামান্য বৃদ্ধি পেতে পারে বলেই অনুমান। বর্তমানে ২.৭ কিলোওয়াট মোটর যুক্ত মডেলটির দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)।
Ola S1 Air ডিজাইনের দিক থেকে S1 ও S1 Pro-এর প্রায় সমান বলা যায়। এতে এলইডি ডিআরএল সহ টুইন প্রোজেক্টর এলইডি হেডলাইট আছে। হার্ডওয়্যার হিসেবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার স্প্রিং, ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক রয়েছে। ফুল চার্জে ১২৫ কিমি রেঞ্জ সহ S1 Air-এর সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিমি/ঘন্টা। নতুন মোটরের মডেলে পারফরম্যান্স আরও ভালো মিলবে বলে আশা করা যায়।