গ্যারাজে রাখা ব্যাটারি স্কুটারে আগুন ধরে 4.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, কাঠগড়ায় Ola Electric

By :  SUMAN
Update: 2023-08-13 17:18 GMT

এক বছর পর ফের ওলা ইলেকট্রিক (Ola Electric) এর বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরলের তিরুবনন্তপুরম জেলার এক গ্রামে। আগুন ধরার কারণ অবশ্য অজানা। গত ১৯ জুলাই রাত তিনটে নাগাদ ঘটে যাওয়া ওই ঘটনার ভিত্তিতে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত থেকে অনুমান, বাইরে থেকে অগ্নিসংযোগের ঘটনা এটি নয়। অর্থাৎ ত্রুটি স্কুটারেই লুকিয়ে ছিল।

Ola-র ইলেকট্রিক স্কুটারে ফের আগুন

দায়ের করা এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, স্কুটারটির দাম ১,৪৯,০০০ টাকা। রাতে বাড়ি সংলগ্ন গ্যারেজে থাকার সময় তাতে আগুন ধরে যায়। এমনকি সেই আগুনের লেলিহান শিখায় বাড়ির টিভি এবং অন্যান্য সরঞ্জামের ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ মোট ৪,৪৯,৫০০ টাকা বলে দাবি করা হয়েছে। পুলিশ স্টেশনের থেকে স্কুটার মালিকের বাড়ির দূরত্ব ৮ কিলোমিটার।

স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনার কথা প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে। স্কুটার মালিকের সাথে সর্বভারতীয় এক সংবাদ সংস্থা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বলেন, ওলার তরফে ওই ব্যক্তির সাথে সবরকম সহযোগিতা করা হয়েছে। এবং স্কুটারটি বদলে দেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থা।

তবে ওলার S1 স্কুটারে আগুন ধরে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। গত বছর ২৫ মার্চ পুণের লোহেগাঁও-তে Ola S1 Pro স্কুটারে প্রথম আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। এরপরই কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরার বিষয়ে তদন্ত করার নির্দেশ দেয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-কে। এছাড়াও স্কুটারের সিঙ্গেল ফ্রন্ট ফর্ক ভেঙে যাওয়ার মতো অপ্রীতিকর ঘটনার অভিযোগের কথাও উঠে আসে একাধিক গ্রাহকের মুখে।

Tags:    

Similar News