EV Battery: দেশে দুই থেকে চার চাকা গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের লক্ষ্যে জোট
ম্যাগনিস এনার্জি টেকনোলজিস (Magnis Energy Technologies)-এর সহকারী সংস্থা iM3NY এবং ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপ ওমেগা সেইকি মোবিলিটি বা ওএসএম (Omega Seiki Mobility বা OSM) গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করল। চুক্তিবদ্ধ হওয়ার উদ্দেশ্য ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদন এবং বিক্রি।
নতুন যৌথ সংস্থা অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারের ৭৪ শতাংশ অংশীদার ওএসএম। এবং বাকি ২৬ শতাংশের মালিকানা রয়েছে iM3NY-এর দখলে। উভয় সংস্থা যৌথভাবে ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদন এবং বিক্রি করবে। যা ওমেগা সেইকি মোবিলিটির দুই, তিন এবং চার চাকার বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত হবে।
এছাড়া, সংস্থাটি নিজেদের তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি সহ ইলেকট্রিক ভেহিকেল আরব আমিরশাহী, বাহারিন, কুয়েত, কাতার এবং সৌদি আরবে রপ্তানির পরিকল্পনা করছে। ভারতে ব্যাটারি প্যাক তৈরির ব্যবসায় অর্থের জোগাড়, বিক্রি, মার্কেটিং ইত্যাদির দায়িত্ব পালন করবে ওমেগা সেইকি মোবিলিটি। যেখানে লিথিয়াম ব্যাটারি তৈরিতে প্রযুক্তি এবং অভিজ্ঞতা দিয়ে সাহায্য করবে iM3NY।
এই প্রসঙ্গে iM3NY-এর সিইও চৈতন্য শর্মা বলেন, “এই কৌশলগত অংশীদারিত্ব ভারত এবং মধ্যপ্রাচ্যের বাজারে গাড়ি শিল্পে বিদ্যুতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অন্যদিকে ওমেগা সেইকি মোবিলিটি-র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান উদয় নারাঙ্গ বলেন, “iM3NY-এর সাথে জোট জোগান-শৃঙ্খলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ দিয়েছে। সেল টেকনোলজির সম্প্রসারণ দ্রুত ঘটছে। iM3NY-এর সাথে হাত মেলানো আমদের বিশ্বমানের ব্যাটারি প্রযুক্তির হদিশ দেবে।”