Electric Auto: ভারতে তৈরি ইলেকট্রিক অটো ফিলিপিন্সের মার্কেটে লঞ্চ করল পিয়াজিও
ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার। দূষণ কম, চালাতে নামমত্র খরচের কারণে ইউরোপের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে এই ধরনের গাড়ির কদর উর্দ্ধমুখী। ভারতে তৈরি হওয়া ইলেকট্রিক অটো এবার এবার ফিলিপিন্সের বাজারে লঞ্চ করল পিয়াজিয়ো ভেহিকেলস প্রাইভেট লিমিটেড (Piaggio Vehicle Pvt. ltd বা PVPL)। সংস্থাটি হল ইতালির পিয়াজিয়ো গোষ্ঠী (Piaggio Group)-র শাখা। নতুন লঞ্চ হওয়া মডেলটির নাম – Apé Electrik vehicles।
মহারাষ্ট্রের বরামতীর কারখানায় উৎপাদিত হচ্ছে এই তিন চাকার বৈদ্যুতিক গাড়িটি। এখান থেকেই ফিলিপিন্সের বাজারে রপ্তানি করা হবে। সূত্রের খবর, কোম্পানি Apé E-City ও Apé E-xtra গাড়ি দুটি সান মোবিলিটির অ্যাডভান্সড ব্যাটারি সোয়াপিং প্রযুক্তি সহ হাজির করা হবে।
সে দেশের বাজারে ফিলিপিনারিমেক্স ইঙ্ক গাড়িটি বিক্রির দায়িত্ব পালন করবে। যারা হল রাসকো মোটরস ইঙ্কের অধীনস্থ সংস্থা। গাড়িটির প্রসঙ্গে পিভিপিএল-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি বলেন, “২০১৯ এ ভারতে আমরা প্রথম E3W হাজির করেছিলাম। ২০২৩-এ আমরা সেটি ফিলিপিন্সে লঞ্চের ঘোষণা করতে পেরে আপ্লুত। সে দেশে আমাদের পদার্পণের ফলে ইলেকট্রিক ভেহিকেলের গ্রহণযোগ্যতা বাড়ছে।”
অন্যদিকে সান মোবিলিটির সহ প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী আধিকারিক অজয় গোয়েল বলেন, “সান মোবিলিটি হল ভারতে দুই ও তিন চাকার গাড়ির ব্যাটারি সোয়াপিংয়ের নেতৃত্ব প্রদানকারী সংস্থা। আমরা ইতিমধ্যেই ১৮টি শহরে ৩০০টি সোয়াপ পয়েন্ট ইন্সটল করেছি।” প্রসঙ্গত পিয়াজিয়ো ভেহিকেলস তিন চাকার বাণিজ্যিক বৈদ্যুতিক গাড়ি শিল্পে ভারতে অগ্রগামী ভূমিকা পালন করে।