ফের বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Royal Enfield, জুনেই নতুন বাইকের গ্র্যান্ড এন্ট্রি

By :  techgup
Update: 2024-02-14 13:30 GMT

Bobber স্টাইলের মোটরসাইকেলের প্রতি ঝোঁক আজ নতুন কিছু নয়। বিভিন্ন ক্লাসিক বাইক নির্মাতারা তাদের পোর্টফোলিওতে এমন মডেল যুক্ত করেছে ইতিপূর্বেই। চলতি বছরেই এমন এক ববার বাইক বাজারে আনতে চলেছে Royal Enfield। সংস্থার নতুন বছর শুরু হয়েছে Shotgun 650 লঞ্চের মাধ্যমে। এবার আগামী কয়েক মাসের মধ্যেই Classic 350-এর সিঙ্গেল সিট তথা ববার ভার্সন আনার পরিকল্পনা করেছে এনফিল্ড।

সূত্র উদ্ধৃত করে বাইকওয়ালে দাবি করেছে যে, পরবর্তী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) আত্মপ্রকাশ করবে রয়্যাল এনফিল্ডের ববার বাইক। ক্লাসিকের তুলনায় স্থান খানিকটা উপরেই থাকবে সেটির। বর্তমানে সংস্থার ৩৫০ সিসির সবচেয়ে দামি মডেল হল Meteor 350-এর আশেপাশেই দাম থাকবে Classic 350 Bobber-এর।

রয়্যাল এনফিল্ড এর এই নতুন চেহারার বাইকটিতে উঁচু হ্যান্ডেল বার এবং পিছনের দিকে ফ্লোটিং সিট দেওয়া হয়েছে যা প্রয়োজনে খুলে ফেলা সম্ভব। পরীক্ষারত অবস্থায় ধরা পড়া ছবিতে অন্যান্য যে সমস্ত ডিজাইন এলিমেন্ট দেখা গিয়েছে তার মধ্যে রয়েছে সাদা রঙের টায়ার, ডানদিকে লাগানো পেনিয়ার মাউন্ট এবং ইঞ্জিনগার্ড।

পারফরম্যান্সের কথা বললে, Classic 350, Hunter, Meteor এবং Bullet-থাকা J সিরিজের ইঞ্জিন নতুন ববার বাইকটিতেও ব্যবহার করা হবে। যা সর্বোচ্চ ২০.২ বিএইচপি ক্ষমতা এবং ২৭ এনএম টর্ক তৈরি করবে। অন্যান্য হার্ডওয়ারের মধ্যে রয়েছে সামনের দিকের টেলিস্কোপিক ফর্ক, ডুয়েল রিয়ার শক অ্যাবজরভার, ডিস্ক ব্রেক (উভয় চাকায়), স্পোক হুইল, প্রভৃতি। ভারতে Royal Enfield Classic 350 Bobber-কে চ্যালেঞ্জ জানাবে Jawa 42 Bobber।

Tags:    

Similar News