একলা চলো' মনোভাবাপন্ন মানুষদের জন্য ববার বাইক আনছে Royal Enfield, কিনবেন নাকি

By :  SUMAN
Update: 2023-04-28 09:05 GMT

বর্তমানে নতুন মোটরসাইকেল লঞ্চ করার কর্মযজ্ঞে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর দম ফেলার ফুরসত নেই। ৪৫০-৬৫০ সিসির পাশাপাশি ৩৫০ সিসির বেশ কিছু মডেল আনার অন্তিম পর্বের পরীক্ষা চালানো হচ্ছে। যার মধ্যে অন্যতম সিঙ্গেল সিটযুক্ত Classic 350 Bobber। এবারে টেস্টিং চালানোকালীন মোটরসাইকেলটির দর্শন পাওয়া গেল। অনুমান করা হচ্ছে, চলতি বছরেই মোটরসাইককেলটি বাজারে লঞ্চ করবে। ফলে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি সেগমেন্ট আরও শক্তপোক্ত হবে।

Royal Enfield Classic 350 Bobber আসছে

ফাঁস হওয়া ছবিতে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ববারে স্পোক রিম সহ হোয়াইট ওয়াল টায়ার থাকতে দেখা গিয়েছে। এছাড়া এতে উঁচু হ্যান্ডেলবার, ক্লাসিক ৩৫০-এর মতো নীচু এগজস্ট, এবং একটি সিঙ্গেল পড টেলল্যাম্পের দেখা মিলেছে। দীর্ঘ হ্যান্ডেলবার এবং একটি আপরাইট সিটিং পজিশন নিশ্চিত করে যে রাইডার কোনোরকম সমস্যা ছাড়াই বহু পথ একটানা পাড় করতে পারবে।

Royal Enfield Classic 350 Bobber স্পেসিফিকেশন

সিটের ডিজাইনটি অনেকাংশেই Classic 350 সিঙ্গেল সিট মডেলটির সাথে অনুরূপ। তবে ব্ল্যাক এগজস্ট, ORVMs, হোয়াইট ওয়াল টায়ার, ব্ল্যাক ওয়্যার-স্পোক রিম ইত্যাদিতে ফারাক বর্তমান। Classic 350 Bobber-এর হেডলাইটটি গোলাকার এবং আশা করা হচ্ছে, সেটি এলইডি সেটআপ পাবে। পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, Classic 350 Bobber-এ J সিযিজের ৩৪৯ সিসি এয়ার/ওয়েল কুল্ড ইঞ্জিন থাকবে। যা থেকে ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্স উপলব্ধ হবে।

Royal Enfield Classic 350 Bobber-এর এদেশে প্রতিপক্ষ হিসাবে রয়েছে Jawa Bobber। মোটরসাইকেলটির দাম ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে বলেই অনুমান। প্রসঙ্গত, এ বছর ভারতে রয়্যাল এনফিল্ড তাদের ফ্ল্যাগশিপ ক্রুজার মোটরসাইকেল Super Meteor 650 লঞ্চ করেছিল। যাতে Interceptor 650 ও Continental GT 650-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি হল ৬৪৮ সিসির ৬-স্পিড ট্রান্সমিশন প্যারালাল টুইন এয়ার/অয়েল কুল্ড SOHC ইঞ্জিন। যা থেকে ৪৭ পিএস শক্তি ও ৫২.৩ এনএম টর্ক পাওয়া যায়।

Tags:    

Similar News