Goan Classic 350 নামে নয়া বাইক আনছে Roya Enfield, ইঞ্জিন-ফিচার্স কেমন হবে
বিনা যুদ্ধে প্রতিপক্ষদের সূচগ্র মেদিনী দিতে নারাজ রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। এদিকে ক্রেতাদের একঘেয়েমি কাটিয়ে উন্মাদনায় ভরিয়ে রাখার বিষয়টিও ভাবতে হচ্ছে তাদের। তাই সারিবদ্ধভাবে নতুন মোটরসাইকেল বাজারে লঞ্চ করে চলেছে Classic 350 নির্মাতা। এই বছর বেশ কয়েকটি নতুন মডেল লঞ্চের পর ২০২৪-এও এই ধারা বজায় রাখতে চলেছে রয়্যাল এনফিল্ড। চেন্নাইয়ের কোম্পানিটি এবারে একটি ববার স্টাইলের মোটরসাইকেল আনছে।
বর্তমানে ৩৫০ সিসি লাইনআপে রয়্যাল এনফিল্ডের রয়েছে – Classic, Hunter, Meteor ও Bullet। এবারে উক্ত সেগমেন্টে আরও এক ববার বাইক আসছে। ইতিমধ্যেই যার জন্য একটি নতুন নামের ট্রেডমার্ক দায়ের করেছে কোম্পানি। সেটি হল – ‘Goan Classic 350’। নামটি তাদের আসন্ন বাইকে ব্যবহৃত হতে পারে। বাইকটির টেস্টিং চালানো শুরু হয়েছে। এর আগেও বেশ কয়েকবার দর্শন পাওয়া গেছে।
Royal Enfield Goan Classic 350 ডিজাইন
স্পাই ছবিতে দেখা গেছে, ৩৫০ সিসি ববার বাইকটিতে রয়্যাল এনফিল্ড প্রথাগত ঘরানা ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ফরোয়ার্ড সেট ফুটপেগ এবং রাইডারের দিকে বাঁকানো লম্বা হ্যান্ডেলবার। যা ট্র্যাডিশনাল American চপারের কথা স্মরণ করায়।
৩৫০ সিসির ববার মোটরসাইকেলটিতে সিঙ্গেল সিট থাকছে। তবে একজন যাত্রীর বসার সিট লাগানোর ব্যবস্থা রয়েছে। Classic 350-এর সাথে তুলনা করলে এতে রয়েছে ছোট ফ্রন্ট ও রিয়ার ফেন্ডার। সাথে টার্ন ইন্ডিকেটর, চওড়া রিয়ার হুইল এবং একটি নতুন এগজস্ট মাফলার বর্তমানে। এটি অনেকাংশেই সদ্য উন্মোচিত Royal Enfield Shotgun 650-এর ন্যায় দেখতে।
Royal Enfield Goan Classic 350 সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার্স
Royal Enfield Goan Classic 350-তে দেওয়া হতে পারে Classic ও Meteor-এর একাধিক বৈশিষ্ট্য। যেমন ডুয়েল ক্র্যাডেল ফ্রেমের সাথে সংযুক্ত চিরাচরিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে থাকছে সামনে ৩০০ মিমি ও পেছনে ২৭০ মিমি ডিস্ক ব্রেক। এর সাথেই রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। আসন্ন মোটরসাইকেলটির ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত পেট্রোল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।