Royal Enfield Himalyan: 452 সিসি ইঞ্জিনের নতুন হিমালয়ান লঞ্চ হবে 7 নভেম্বর, ধামাকার জন্য তৈরি তো!

By :  SUMAN
Update: 2023-10-11 10:00 GMT

ভারতে অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের দুনিয়ায় Royal Enfield Himalayan একটি বিশেষ স্থান জুড়ে রয়েছে। যার সাফল্যে অভিভূত সংস্থা এবারে বাজারে আনতে চলেছে আরও বড় ইঞ্জিন সমেত Himalayan 452। মডেলটির সদ্য প্রকাশিত প্রথম ছবি ইতিমধ্যেই ক্রেতাদের হৃদয়ে ঝড় তুলেছে। এবারে চেন্নাইয়ের সংস্থাটি তাদের এই আসন্ন ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার বাইকটির লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল। আগামী ৭ নভেম্বর ভারতের বাজারে পা রাখছে বাইকটি।

Royal Enfield Himalayan 452-এর লঞ্চ ৭ নভেম্বর

উল্লেখ্য কোম্পানি ইতিমধ্যেই তিনটি হিমালয়ান ৪৫২ নিয়ে চেন্নাই থেকে উমলিং লা-এর উদ্দেশ্যে বেরিয়েছে। ৫,৫০০ কিলোমিটার চলতে মোট ২৪ জন রাইডারের সহায়তা নেওয়া হবে। তবে মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে এর ইঞ্জিন, যার জন্য অপেক্ষারত অসংখ্য বাইকপ্রেমী।

Royal Enfield Himalayan 452-তে উপস্থিত একটি ৪৫২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪০ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। যদিও টর্কের পরিমাণ এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে এটি ৪০-৪৫ এনএম হতে পারে। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে থাকছে ৬-গতির গিয়ারবক্স।

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫২-এর দৈহিক ওজন ১৯৬ কেজি, যা বর্তমান হিমালয়ান ৪১১-এর চাইতে তিন কেজি কম। এর উভয় চাকায় রয়েছে ২০০ মিমি ডিস্ক ব্রেক। এতে উপস্থিত অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। তবে ট্রাকশন কন্ট্রোল অফার করা হয়নি। এছাড়া রয়েছে নতুন অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আশা করা হচ্ছে, বাইকটিতে হ্যাজার্ড লাইট অফার করা হবে।

সাসপেনশনের দায়িত্ব পালন করতে Royal Enfield Himalayan 452-তে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক রিয়ার ইউনিট উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ও পেছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে একটি নতুন ফ্রেম। এছাড়া থাকছে স্পোক রিম। আবার বাইকটির হায়ার ভ্যারিয়েন্টে টিউবলেস টায়ার দেওয়া হতে পারে।

Tags:    

Similar News