চোখ ফেরানো মুশকিল, এই কাস্টম Royal Enfield বাইক আপনার রাতের ঘুম কাড়বে

By :  SUMAN
Update: 2024-06-28 12:50 GMT

দুই বছর আগে ভারতের মোটরসাইকেলের দুনিয়ায় আলোড়ন জাগিয়ে লঞ্চ হয়েছিল Royal Enfield Hunter 350। এটি যেমন ওজন হালকা তেমনই রাইড করা সহজ। ন্যূনতম বডিওয়ার্ক মিনিমালিস্টিক লুকস দিয়েছে বাইকটিকে। তাই বাইক কাস্টমাইজ করে এমন প্রতিষ্ঠানগুলির অতি পছন্দের মোটরসাইকেল এটি। খুব সহজেই একে মডিফাই করা যায়। হয়েছেও তাই। মডার্ন ক্লাসিক ডিজাইনের স্ট্রিট বাইক Royal Enfield Hunter 350-কে ক্যাফে রেসারে বদলে ফেলা হয়েছে। নতুন রূপ দেখলে চোখ ফেরানো মুশকিল।

Royal Enfield Hunter 350 মডিফাই করে বানানো হল ক্যাফে রেসার বাইক

Royal Enfield Hunter 350-কে ক্যাফে রেসারে বদলানোর অসাধ্য সাধন করেছে মেক্সিকোর কোম্পানি হার্ডহেডস মোটোস্টুডিও (Hardheads Motostudio)। এতে দেওয়া হয়েছে আকর্ষণীয় ডুয়েল টোন কালার স্কিম। নেকেড ফ্রেমে হোয়াইট কালার বাইকটিকে কেতাদুরস্ত দর্শন দিয়েছে।

ক্যাফে রেসারের লুক আনতে Royal Enfield Hunter 350-এর বহু যন্ত্রাংশ বদলানো বা কাস্টমাইজ করা হয়েছে। ফ্যাক্টরির প্রদেয় হ্যান্ডেলবার বদলে এতে দেওয়া হয়েছে ক্লিপ অন হ্যান্ডেলবার এবং সাথে বার এন্ড মিরর। আবার স্পোর্টি বানাতে ফ্রন্ট ফর্ক টিউব লাগানো হয়েছে। এছাড়া রয়েছে কাস্টম হেডলাইট, স্লিক গ্রিল, ছোট এলইডি ইন্ডিকেটর, কাস্টম কাট ফেন্ডার, স্পোক রিম এবং মোটা টায়ার।

ক্যাফে রেসার Royal Enfield Hunter 350-এর ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তবে নতুন পেইন্ট জব পরিলক্ষিত হয়েছে। এছাড়া আছে, নতুন ডিজাইনের বাঁকানো এগজস্ট পাইপ, নতুন সিট এবং স্পোর্টস বাইকের মত কাস্টম মাউন্টেড রিয়ার সেট ফুটপেগ। কাস্টম সাব-ফ্রেমের মাধ্যমে হুইলবেসের দৈর্ঘ্য কমানো হয়েছে। পেছনে কোন ফেন্ডার দেওয়া হয়নি। সবমিলিয়ে দুর্ধর্ষ ডিজাইন পেয়েছে বাইকটি।

Tags:    

Similar News