Royal Enfield আনছে 350 সিসির নতুন বাইক Shotgun 350, লঞ্চ কবে? দামই বা কত হবে
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) টু-হুইলারের সম্ভার বাড়াতে বর্তমানে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৩-এর মধ্যেই চারটি নতুন মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরানোর পরিকল্পনা করছে Classic 350-এর নির্মাতা। নতুন প্রজন্মের Bullet 350 ও Himalayan 450 ছাড়াও সংস্থার আসন্ন মোটরসাইকেলের তালিকায় রয়েছে একটি নতুন ববার বাইক। Shotgun 350 নামক মডেলটি এ বছরই লঞ্চ করতে পারে সংস্থা। যেটি Classic 350-এর উপর ভিত্তি করে আসবে। গণহারে উৎপাদন শুরু হওয়ার আগে ফের এদেশের রাস্তায় টেস্টিং চলাকালীন দর্শন মিলল Royal Enfield Shotgun 350-এর। চলুন এই বাইকটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শুধু রাইডারের জন্য বসার ব্যবস্থা
আসন্ন Royal Enfield Shotgun 350-এ থাকছে একটি J-সিরিজ টুইন ডাউনটিউব ফ্রেম। যা ক্লাসিক ৩৫০-এও বর্তমান। বাইকটিতে দেওয়া হয়েছে একটি টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, একটি সার্কুলার হেডল্যাম্প, একটি এপ স্টাইলের উঁচু হ্যান্ডেলবার, রাউন্ড ক্রোম মিরর, ফ্লোটিং টাইপ রাইডার অনলি স্যাডেল, একটি ব্ল্যাকআউট এগজস্ট, এবং ফেন্ডার মাউন্টেড টেলল্যাম্প। এছাড়া রয়েছে হোয়াইট ওয়ালের চওড়া টায়ার সহ ওয়্যার স্পোক হুইল। যা রাগেড লুক কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।
উভয় চাকায় ডিস্ক ব্রেক উপস্থিত
Shotgun 350-এর সামনে ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস সমেত হাজির হবে। এতে উন্নত ব্রেকিং পারফরম্যান্স মিলবে। এছাড়া রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক রিয়ার অ্যাবসর্বার।
৩৪৯ সিসি J-সিরিজ ইঞ্জিনে দৌড়বে বাইকটি
চাকা ঘূর্ণায়মান করতে Shotgun 350-এ থাকছে একটি ৩৪৯ সিসি, এয়ার কু্ল্ড, সিঙ্গেল সিলিন্ডার, J-সিরিজ ইঞ্জিন। যা ক্লাসিক ৩৫০-এও আছে। এটি থেকে সর্বোচ্চ ২০ বিএইচপি শক্তি এবং ২৮ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে থাকছে ৫ গতির ম্যানুয়াল গিয়ারবক্স।
Royal Enfield Shotgun 350-এর দাম কেমন পড়তে পারে
Royal Enfield Shotgun 350 বর্তমানে উৎপাদন শুরু হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ববার মোটরসাইকেলটি সংস্থানের লাইনআপে Classic 350 ও Meteor 350-এর মাঝামাঝিতে অবস্থান করবে। ২ লক্ষ টাকা (এক্স-শোরুম) আনুমানিক মূল্যে ভারতে লঞ্চ হতে পারে বাইকটি। লঞ্চের পর এটি Jawa 42 Bobber-এর সাথে লড়াইয়ের ময়দানে নামবে।