রূপে চোখ ধাঁধাবে, Royal Enfield-কে টক্কর দিতে চলে এল Moto Morini Calibro 650 ক্রুজার
ইতালির প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা মোটো মরিনি (Moto Morini) তাদের নতুন ক্রুজার মোটরসাইকেল Calibro 650-এর উপর থেকে পর্দা সরালো। এটি আগামী মাসে EICMA 2023-এর মঞ্চে সর্বসম্মুখে উন্মোচিত হবে। বাজারে Moto Morini Calibro 650-এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Royal Enfield Super Meteor 650, Kawasaki Vulcan S, Honda Rebel এবং ৬৫০ সিসির অন্যান্য ক্রুজার বাইক।
Moto Morini Calibro 650-এর খুঁটিনাটি
ভিন্ন দর্শনের Moto Morini Calibro 650-কে দেখলে পুরনো Harley-Davidson Street 750 ভেবে ভুল হতে পারে। কারণ বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল দুটির মধ্যে বিস্তর মিল রয়েছে। Calibro 650-এ উপস্থিত বিকিনি ফেয়ারিং সমেত একটি গোলাকৃতি হেডলাইট, একটি স্মোক ভাইজর, একটি এক্সপোস টিউবুলার ফ্রেম সমেত ঢালু ফুয়েল ট্যাঙ্ক এবং একটি স্প্লিট সিট। বডি পার্টস-এ মেটালিক পেইন্ট দ্বারা শোভিত মেটাল ওয়ার্ক ফিনিশ এবং বাকি অংশে ব্ল্যাক সহ এতে রয়েছে ডুয়েল টোন পেইন্ট স্কিম।
Moto Morini Calibro 650-তে এগিয়ে চলার শক্তি প্রদান করতে দেওয়া হয়েছে একটি ৬৪৯ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা X-Cape ADV এবং Seiemmezzo স্ক্র্যাম্বলার বাইকগুলিতেও ব্যবহার করা হয়েছে। এই মডেলগুলি ভারতের বাজারে বিক্রি হয়। এর ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৬০ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হবে। তবে টর্কের পরিমাণ এখনও জানানো হয়নি। মোটো মরিনি আবার Calibro 650-এর A2 লাইসেন্স প্রাপ্ত ভার্সন বিক্রি করে, যার আউটপুট ৪৭ বিএইচপি।
অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে Calibro 650-এ উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়েল শক রিয়ার অ্যাবসর্বার। সামনে ও পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটি ১৮ ইঞ্চি ফ্রন্ট ও ১৬ ইঞ্চি রিয়ার অ্যালয় হুইলে ছুটবে। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল সহ এলইডি হেড ল্যাম্প বর্তমান এতে। সামনের মাসে মিলান মোটরসাইকেল শোতে আত্মপ্রকাশ করতে চলেছে এটি। তবে ভারতের বাজারে বাইকটি আদৌ লঞ্চ হবে কিনা, সে প্রসঙ্গে এখনও কোনো বার্তা এসে পৌঁছায়নি। উল্লেখ্য, হায়দ্রাবাদের আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া (AARI) এদেশে মোটো মরিনির বাইক বিক্রি করে।