তিনটি দুর্ধর্ষ 650cc বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড, ইঞ্জিন-ফিচার কেমন জেনে নিন

By :  SUMAN
Update: 2023-05-02 14:29 GMT

ভারতের জনপ্রিয় রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এ বছর জানুয়ারিতে ৬৫০ সিসির ফ্ল্যাগশিপ ক্রুজার Super Meteor 650 লঞ্চ করেছিল। আবার সম্প্রতি তারা Interceptor ও Continental GT 650-এর নতুন ভার্সন বাজারে হাজির করেছে। এবার সংস্থাটি নতুন প্রজন্মের Bullet 350 ও Himalayan 450 আনার প্রস্তুতি সারছে। আবার আসন্ন লঞ্চের তালিকায় ৬৫০ সিসির তিনটি বাইকের নাম রয়েছে। যেগুলি ইতিমধ্যেই ভারতের রাস্তায় দেখা মিলেছে। আসুন, রয়্যাল এনফিল্ডের আপকামিং ৬৫০ সিসির মোটরসাইকেলগুলি সম্পর্কে জেনে নিই।

Royal Enfield Shotgun 650

রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির বহু প্রতীক্ষিত মডেলটা হল Shotgun 650। এটি ইতিমধ্যেই টেস্টিং চলাকালীন এদেশের রাস্তায় একাধিকবার ধরা দিয়েছে। ডিজাইনগত দিক থেকে যার সাথে Super Meteor 650-এর অনেকাংশে মিল বর্তমান। 2021 EICMA-তে কনসেপ্ট মডেলে এটি প্রথম উন্মোচিত হয়েছিল। এবারে অবশেষে লঞ্চ হতে চলেছে বাইকটি। এতে রয়েছে গোলাকৃতি হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, স্প্লিট সিট, টুইন পড ইন্সট্রুমেন্ট কনসোল। ব্ল্যাক ফিনিশ সহ পি-শুটার এগজস্ট দেওয়া হয়েছে। এছাড়া উপস্থিত আন্ডারস্লাঙ্গ বার-এন্ড মিরর, নিচু এবং চওড়া হ্যান্ডেলবার এবং মিড সেট ফুটপেগ।

বাইকটি Super Meteor-এর একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। পার্থক্য হিসাবে থাকছে ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন। যেমন নতুন ফুয়েল ট্যাঙ্ক এবং ভিন্ন ফুটপেগ পজিশন। হুইলের সাইজে বদল থাকতে পারে, তবে এতে অ্যালয় হুইল, স্ট্যান্ডার্ড অফার হিসেবেই থাকবে। এতে উপস্থিত একটি ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে সিক্স-স্পিড গিয়ারবক্স। এতে দেওয়া হয়েছে ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং টুইন শক রিয়ার অ্যাবসর্বার। ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেকের দেখা মিলবে।

Royal Enfield Scrambler 650

গায়ে কোনরকম আবরণ ছাড়াই Royal Enfield Scrambler 650-এর এদেশে বেশ কয়েকবার দর্শন মিলেছে। তাই বলা যায়, সংস্থার পরবর্তী বড় লঞ্চ হিসেবে আসতে চলেছে এই স্ক্র্যাম্বলার বাইক। কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য সহ আসবে বাইকটি। যেমন – ইউএসডি ফর্ক, এলইডি লাইট, টু-ইন এগজস্ট টিপ, নতুন মিটার কনসোল, দীর্ঘতর ট্রাভেল সাসপেনশন সেটাপ, অ্যালয় হুইল অপশন, ফ্লাইটস্ক্রিন, হেডলাইট গ্রিলএবং ট্রিপার নেভিগেশন সহ আরও অন্যান্য।

সংস্থার ৬৫০ সিসি ইঞ্জিন থাকবে Scrambler 650 মডেলে। সেই এয়ার অয়েল কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন থেকে ৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। মোটরের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। টু-ইন-ওয়ান এগজস্ট সেটআপ, ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজর্বার ডুয়েল চ্যানেল এবিএস সমেত উভয় চাকায় ডিস্ক ব্রেক থাকতে চলেছে এতে।

ফেয়ারিং সমেত Royal Enfield Continental GT 650

বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের Continental GT-র ফেয়ার্ড ভার্সনের টেস্টিং চালাচ্ছে। দৃশ্যত এটির GT-R 650-এর সাথে মিল আছে, যেটি Royal Enfield Continental GT Cup-এ ব্যবহার করা হয়েছিল। ফেয়ারিং ছাড়া Continental GT-এর সাথে আসন্ন মডেলটির আর কোনো ফারাক নেই বললেই চলে। এটি মূল বাইকটির ভ্যারিয়েন্ট হিসেবে আনা হতে পারে। আবার সম্পূর্ণ নতুন মডেল হিসাবেও পা রাখতে পারে এটি। বাইকটিতে অ্যালয় হুইলের দেখা মিলতে পারে।

Tags:    

Similar News