দেশের সবচেয়ে হাই রেঞ্জ ইলেকট্রিক স্কুটারের উৎপাদন শুরু, Ola-র জায়গা নিতে কি পারবে

By :  SUMAN
Update: 2023-05-05 13:24 GMT

মে মাসের শেষের দিকে ভারতের বাজারে আরও উন্নত রূপে লঞ্চ হতে চলেছে Simple One ইলেকট্রিক স্কুটার। ডেলিভারি শুরু করার আগে নির্মাতা সিম্পল এনার্জি (Simple Energy) তাদের কারখানা থেকে ফ্ল্যাগশিপ মডেলটি রোলআউটের ঘোষণা করেছে।
কারখানা থেকে সিম্পল ওয়ান বেরোনোর মুহূর্তটি সবার সাথে ভাগ করে নিয়েছিল সংস্থা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৩ মে ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে পদার্পণ করতে চলেছে Simple One ই-স্কুটার।

Simple Energy এ মাসেই ই-স্কুটার লঞ্চ করছে

বেস ভার্সনের পাশাপাশি Simple One-এর লং রেঞ্জ মডেলও পাওয়া বলে জানানো হয়েছে। ফুল চার্জে যেটি ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি সংস্থার। সে কারণে একে দেশের সর্বাধিক রেঞ্জের ব্যাটারি স্কুটারগুলির মধ্যে একটি হিসেবে দাবি করেছে সিম্পল। তাদের কথানুযায়ী স্কুটারটি হল দেশের প্রথম প্রিমিয়াম অথচ সস্তার ইভি। বেস মডেলটি সম্পূর্ণ চার্জ থাকলে এটি ২৩৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে।

Simple One : স্পেসিফিকেশন

সিম্পল ওয়ানে অটোমেটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা AIS 156 সংশোধনী 3 অনুযায়ী ব্যাটারি দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন চরমভাবাপন্ন এলাকায় স্কুটারটির টেস্টিং চালানো হয়েছে বলে জানিয়েছে সিম্পল এনার্জি। এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৭৭ সেকেন্ডে তুলতে পারবে বলে দাবি সংস্থার। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিমি।

সিম্পল ওয়ান একটি ৪.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পেয়েছে। ৮.৫ কিলোওয়াট ইলেকট্রিক মোটর থেকে ৪.৫ কিলোওয়াট আওয়ার শক্তি এবং ৭২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে ডিস্ক ব্রেক উপস্থিত। বড় ফ্লোর বোর্ড এবং ৩০ লিটার আন্ডারসিট স্টোরেজ রয়েছে। টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবেন গ্রাহকরা।

২০২১ এর আগস্টে আত্মপ্রকাশের সময় সিম্পল ওয়ান-এর স্ট্যান্ডার্ড মডেলের দাম ১.১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। পহে যেখানে এক্সট্রা রেঞ্জ ভার্সানের মূল্য রাখা হয়েছিল ১.৪৫ লক্ষ টাকা। এবারে নতুনভাবে লঞ্চ হতে চলা স্কুটারটির দাম আগের থেকে বাড়ানো হতে পারে বলেই আশা করা হচ্ছে। চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে এটি – ব্র্যাজেন ব্ল্যাক, নাম্মা রেড, অ্যাজিওর ব্লু এবং গ্রেস হোয়াইট।

Tags:    

Similar News